এবার পাঁচ টাকায় স্যানিটারি ন্যাপকিন

নিজস্ব প্রতিবেদন, শিলিগুড়িঃ ৫ টাকায় ডালভাতসবজি খাওয়ানোর কর্মসূচির পর এবার শিলিগুড়িতে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ৩২২ এফ পিছিয়ে পড়া মেয়েদের জন্য ৫ টাকায় স্যানিটারি ন্যাপকিন দেওয়া শুরু করেছে। ২৪ ফেব্রুয়ারি থেকে এ কর্মসূচি শুরু হয়েছে। দু’মাস ধরে চলবে এই কর্মসূচি। যে ন্যাপকিনের একটি প্যাকেটের দাম বাজারে ২৫ টাকা সেই ন্যাপকিন বিলি করা হচ্ছে মাত্র ৫ টাকায়। লায়ন্সক্লাব ইন্টারন্যাশনাল এর এই কর্মসূচি শুরু হয়েছে। এই কর্মসূচির নাম দেয়া হয়েছে সহেলি। উত্তরবঙ্গে লায়ন্স ক্লাবের তত্বাবধানে ১১০টি ক্লাব রয়েছে। সমস্ত ক্লাব এই কাজে নামছে।দুমাসের মধ্যে বিভিন্ন পিছিয়ে পড়া মেয়েদের মধ্যে বিলি করা হবে ৫০ হাজার ন্যাপকিন। মূলত যেসব স্কুলের মেয়েরা আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া তাদের হাতেই দেওয়া হচ্ছে ন্যাপকিন। আগামী ৮ই মার্চ শিলিগুড়ি রাজেন্দ্র প্রসাদ গার্লস স্কুলে নারী দিবস উপলক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে বিলি করা হবে ন্যাপকিন। লায়ন্স ক্লাব এর তত্ত্বাবধানে থাকা বিভিন্ন মহিলা প্রতিনিধিরা স্কুলে স্কুলে ঘুরে ন্যাপকিন বিলির পাশাপাশি সচেতনতাী কাজ করছেন মেয়েদের মধ্যে। কেননা অনেক এলাকায় সচেতনতার অভাবে মেয়েরা স্বাস্থ্যসম্মত ন্যাপকিন ব্যবহার করে না।পুরনো কাপড় ব্যবহার করছে তাদের মাসিক ঋতুস্রাবের সময়।এতে সেইসব মেয়েদের স্বাস্থ্য বিষয়ক অনেক সমস্যা দেখা দিচ্ছে। সপ্তম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেনী পর্যন্ত ন্যাপকিন বিলি হচ্ছে। লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল এর ডিস্ট্রিক্ট চেয়ারম্যান লায়ন সুরেশ সিনহক এবং ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন স্রবন চৌধুরী জানিয়েছেন, একটা প্রতীকী ৫ টাকা তারা গ্রহণ করছেন। এর মূল উদ্দেশ্য মেয়েদের মধ্যে সচেতনতা বাড়িয়ে তোলা। ৮ মার্চ নারী দিবসে এ নিয়ে সচেতনতা অনুষ্ঠান হবে। তাদের কাছে তথ্য অনুযায়ী দেখা যাচ্ছে ৮৮ শতাংশ ভারতীয় মহিলা ঋতুকালীন সময়ে স্বাস্থ্যসম্মত সেনিটারি ন্যাপকিন ব্যবহার করায় গুরুত্ব দেন না। অনেক মহিলা আছেন এই ঋতুকালীন সময়ে সাধারণ কাপড়ের টুকরো ব্যবহার করেন যা তাদের সুস্থতার পক্ষে উপযুক্ত নয়। ইউরিনারি ইনফেকশন,হেপাটাইটিস বি ইনফেকশন, এমনকি ক্যানসারের মতো মারন রোগও তাদের দেখা দিচ্ছে। এছাড়া ইরিটেশন ও র ্যাশ জনিত সমস্যাও দেখা দিচ্ছে।