বস্তির দুঃস্থ শিশুদের দুধ আর ফল বিলি করে শিব রাত্রি পালন

নিজস্ব প্রতিবেদন,শিলিগুড়িঃ বস্তির দুঃস্থ শিশুদের হাতে দুধের প্যাকেট এবং ফল বিলি করে শিলিগুড়িতে অন্যরকমভাবে শিব রাত্রি পালন করলেন একটি প্রয়াসের সমাজসেবিকা তনিমা ঘোষসরকার এবং সুস্মিতা দে। তাদেরকে এই কাজে সহযোগিতার জন্য এগিয়ে এলেন সমাজকর্মী তথা চিত্রশিল্পী অভিজিৎ দাস। সোমবার শিব রাত্রির ব্রত পালন করতে গিয়ে অনেকেই যখন শিব লিঙ্গে দুধ-জল ঢেলে পুণ্য সঞ্চয়ের প্রাচীন সংস্কার নিয়ে বুঁদ হয়ে আছেন তখন তনিমা-সুস্মিতাদেবীর মতো সমাজসেবিকারা জীব শিব বা জীবে প্রেম করে যেজন সেজন সেবিছে ঈশ্বর এই ভাবনা নিয়ে শিলিগুড়ি জংশনের বস্তি এলাকাতে শিশুদের মধ্যে দুধ বিলি করলেন। তার সঙ্গে তারা বস্তির শিশুদের হাতে কলা,কমলালেবু, বিস্কুট,চকোলেট প্রভৃতি তুলে দিলেন। তারা একটি প্রয়াস সংস্থার তরফে এই কাজ করেন। এর আগেও তারা একটি প্রয়াস থেকে এইরকম সামাজিক কাজ করেছেন। এদিনের কাজ আরও ব্যতিক্রমী হয়ে থাকলো। কেননা শিব রাত্রির মতো দিনে তারা দুঃস্থ শিশুদের পাশে দাঁড়িয়ে নিজেদের সত্যম শিবম সুন্দরম এর সাধনা বা নিজেদের প্রকৃত সৌন্দর্য ফুটিয়ে তুলেছেন।