মোবাইল থেকে নাচ শেখা শুরু, দেশের প্রধানমন্ত্রীর সামনেও নাচ করে এসেছেন এই তরুন

নিজস্ব প্রতিবেদন ঃ শুরুতে বাড়ি থেকে তেমন কোনো উৎসাহ ছিলো না। কিন্তু নাচ যে সুজিতের প্রানে।নাচের কথা বললেই সুজিতের গোটা শরীরটাই শিহরিত হয়ে ওঠে। মোবাইল, স্রেফ মোবাইল দেখে দেখে নাচ শেখা। আর মোবাইল দেখে নাচ শিখেও যে টিম গঠন করে প্রজাতন্ত্র দিবসের দিন দিল্লিতে খোদ দেশের প্রধানমন্ত্রীর সামনে গিয়ে নাচ করে আসা যায় তার প্রমান এই তরুন প্রতিভা। পুরো নাম সুজিত সিং। শিলিগুড়ি মহকুমার বিধান নগরে তাঁর বাড়ি।বিশিষ্ট সমাজসেবী তথা পুলিশ কর্মী বাপন দাস শুরু থেকেই সুজিতকে উৎসাহ দিয়ে আসছেন।শনিবার শিলিগুড়ি হাকিমপাড়ায় আনন্দধারা সঙ্গীত একাডেমির কর্নধার অনিন্দিতা চট্টোপাধ্যায় প্রাক দোল উৎসবের আয়োজন করলে দোলের ওপর রাধাকৃষ্ণকে শ্রদ্ধা নিবেদনের নৃত্য পরিবেশন করেন সজিতের টিম।সকলের করতালির মাধ্যমে সেই নৃত্য বসন্তের হৃদয় মাতিয়ে দেয় সকলের মনে। শুধু নৃত্য নয়, বিভিন্ন স্কুলে ছেলেমেয়েদের আত্মরক্ষার জন্য বিশেষ কিছু শারীরিক কসরত শিখিয়ে চলেছন।বাপন দাসের সঙ্গে রক্ত দান থেকে অন্য সামাজিক কাজেও পিছিয়ে নেই সুজিত। বর্ত্তমান সময়ে এরকম সজিতের মতো তরুনের সংখ্যা যত বৃদ্ধি পাবে ততই দেশ ও সমাজের মঙ্গল।