শিলিগুড়ির পাশে ফুলবাড়ি বাংলাদেশ সীমান্তে এখন ভেষজ আবীর তৈরির জন্য তুমুল ব্যস্ততা

নিজস্ব প্রতিবেদন ঃ সীমান্তে রয়েছে কাঁটাতারের বেড়া। চারপাশে চলছে বি এস এফের টহলদারি। জিরো পয়েন্টের ওপারেই বাংলাদেশ, ওপার বাংলা। আর এপাশেই কাঁটাতার ঘেঁষে চম্পদগঞ্জ গ্রাম। শিলিগুড়ি লাগোয়া ফুলবাড়ির ওই গ্রামে সবাই একডাকে চেনেন আবীর কারখানার ঠিকানা। স্থানীয় গ্রামের বহু বাসিন্দা সেই কারখানার সঙ্গে যুক্ত। গোলাপি,সবুজ,বেগুনি,হলুদ সহ আরও নানারকম আবীরের ছড়াছড়ি সেই কারখানায়। এরারুট দিয়ে তৈরি হচ্ছে সে আবীর।একটি রাধাকৃষ্ণ প্যাকেট, অপরটি বিজয়া আবীরের প্যাকেট।এখন সকাল বিকাল কাজ চলছে। বি এস এফও সেই কারখানার কাজে সহযোগিতা করে। আবীর কারখানার কর্নধার শিলিগুড়ি নিবেদিতা মার্কেটের তরুণ ব্যবসায়ী অসীম সাহা। তিনি জানালেন,এবার আবীরের চাহিদা গোটা উত্তরবঙ্গ জুড়ে। সবাই ভেষজ আবীরের চাহিদা করছেন। সেই কারনেই তিনি সব ভেষজ আবীর তৈরি করছেন।দূরদূরান্ত থেকে সব অর্ডার আসা শুরু হয়েছে।