শিলিগুড়িতে করোনা আক্রান্ত হয়ে মহিলার মৃত্যু

নিজস্ব সংবাদদাতাঃ আবারও করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল ১ জনের। শিলিগুড়ি সংলগ্ন কাওয়াখালির কোভিড হাসপাতাল ডিসানে রবিবার সকালে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল এক মহিলার। মৃত মহিলা শিলিগুড়ি পুর সভার ভক্তিনগর এলাকার রামনগর কলোনীর বাসিন্দা বলে জানা গিয়েছে। মৃত মহিলার বয়স ৭২ বছর। এই মহিলা উত্তরবঙ্গ মেডিকেল কলেজের রিকু বিভাগে ভর্তি ছিলেন। শনিবার রাতে তার স্যোয়াব টেস্ট রিপোর্ট কোভিড পজিটিভ আসার পর, রাতেই তাকে কোভিড হাসপাতাল ডিসানে স্থানান্তরিত করা হয়। রবিবার সকালে মৃত্যু হয় তার।

অন্যদিকে, উত্তরবঙ্গ মেডিকেল কলেজের রিকু এবং আইসোলেশন ওয়ার্ডে করোনা উপসর্গ নিয়ে ৮ জন ভর্তি রয়েছেন। এই ৮ জনের স্যোয়াব টেস্ট করা হলেও, তাদের রিপোর্ট এখনও এসে পৌঁছয়নি বলে জানিয়েছেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ সুপার কৌশিক সমাজদার। অপরদিকে, মাটিগাড়া সংলগ্ন কোভিড হাসপাতাল চ্যাং সুপারস্পেশালিটিতে রবিবার নতুন করে ৯ জন করোনা আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। সব মিলিয়ে মোট ৩৮ জন করোনা আক্রান্ত রোগী চ্যাং সুপারস্পেশালিটিতে চিকিৎসাধীন রয়েছেন। কাওয়াখালি সংলগ্ন কোভিড হাসপাতাল ডিসানে রবিবার নতুন করে ১০ জন করোনা আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। সব মিলিয়ে ডিসান কোভিড হাসপাতালের মোট ৫৫ জন করোনা আক্রান্ত রোগীর মধ্যে রবিবার ১৯ জনকে সেফ হোমে স্থানান্তরিত করা হয়েছে।