মনুষ্যত্ব আগে এই ভাবনা থেকে বিশেষ চাহিদাসম্পন্নকে টোটো উপহার

নিজস্ব প্রতিবেদন ঃ রাজনীতি আগে নয়,মানুষ আগে, মনুষ্যত্ব আগে আর সেই ভাবনা থেকেই
এক বিশেষ চাহিদাসম্পন্ন যুবকের পাশে দাঁড়িয়ে মানবিকতার প্রমাণ করে দিলেন ইসলামপুরের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি জাকির হুসেন।তিনি ওই বিশেষ চাহিদাসম্পন্নকে উপহার হিসেবে তুলে দিলেন নতুন একটি টোটো। বিশেষ চাহিদা সম্পন্ন ওই যুবকের নাম নাজির আলম, বয়স ৩৪।তার বাড়ি চোপড়া ব্লকের সোনাপুর গ্রাম পঞ্চায়েতের গোয়াবাড়ি ধর্মগছে । জন্ম থেকেই বিশেষ চাহিদা সম্পন্ন ওই যুবক। বাড়িতে স্ত্রী সন্তান ও বাবা মাকে নিয়ে খুব অভাবে সংসার চালাতেন তিনি। মুখ্যমন্ত্রীর সাথে দেখা করে কিছু সাহায্য পাওয়ার আশায় ওই যুবক ২১ শে জুলাই ধর্মতলার উদ্দেশ্যে রওনা হন। কিন্তু ভাগ্যের পরিহাস তিনি মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে না পারায় হতাশ হয়ে বাড়ি ফিরে যান। অনেক জায়গায় ঘোরাঘুরি করেও কোনও সাহায্য পাননি তিনি।
কিন্তু ভাগ্যের পরিহাস,, গত বৃহস্পতিবার ইসলামপুর বাস টার্মিনাসে নাজির আলম নামে ওই যুবক গাড়িতে তৃণমূলের পতাকা দেখে হাত দেখিয়ে দাড় করিয়েছিলেন ইসলামপুরের ব্লক সভাপতি জাকির হুসেনকে। তার সাথে দেখা করে আবদার করেছিলেন যে তিনি কিছু কাজ করে খেতে চান। তখন ব্লক সভাপতি তাকে জিজ্ঞেস করেন তুমি কিছু কাজ করতে পারবে। উত্তরে জবাব দিলেন তিনি টোটো চালাতে পারবেন। তারপরেই ওই যুবকের ভাগ্য বদল। রবিবার নাজির আমল নামে ওই প্রতিবন্ধী যুবকের হাতে তুলে দিলেন নতুন একটি টোটো। উপহার পেয়ে চোখের জল আটকাতে পারলেন না ওই যুবক। শুধু তাই নয় তার টোটোর প্রথম যাত্রী হয়ে বসে পরেন ইসলামপুরের ব্লক সভাপতি জাকির হুসেন। এবং তার হাতে টোটোর ভাড়াও তুলে দেন তিনি।
নাজির আলম জানিয়েছেন, তিনি অনেক জায়গায় ঘোরাঘুরি করেও কোথাও কোনো সাহায্য পাননি। এরপর ব্লক সভাপতির কাছ থেকে নতুন টোটো উপহার পেয়ে কান্নায় ভেঙে পড়েন। এবং উপহার পেয়ে খুবই খুশি হয়েছেন তিনি।
অন্যদিকে ব্লক সভাপতি জাকির হুসেন বলেন, তার কাজ করার আগ্রহ দেখে তিনি এই উপহার তুলে দেন। তাকে দেখে আরও অনেকেই কাজ করতে আগ্রহী হবে। যাতে তিনি ভালো ভাবে কাজ করে সংসার চালাতে পারেন এটাই আশা করছেন ওই যুবকের কাছ থেকে।