ডালখোলায় করোনা সংক্রমণ রুখতে ১৪ দিনের পুরো লকডাউন

নিজস্ব সংবাদদাতাঃউত্তর দিনাজপুর জেলার ডালখোলা পুর এলাকায় করোনা সংক্রমণ রুখতে ১৪ দিনের পুরো লকডাউনের সিদ্ধান্ত নিলো পুর প্রশাসন। ইতিমধ্যে পুর এলাকায় ১৬ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমন মিলেছে। সংক্রমণ আটকাতেই লকডাউনের সিদ্ধান্ত বলে জানিয়েছেন পুর প্রশাসক রহমত আলী।

কিছুদিন আগে করোনা আক্রান্ত ডালখোলা পুর এলাকার এক ব্যক্তি মারা যান শিলিগুড়িতে। এরপরে পুর কর্তৃপক্ষ উদ্যোগী হয়ে বিভিন্ন ওয়ার্ডের দুশো জনের সোয়াব টেস্টএর ব্যবস্থা করে।সোমবার সেই টেস্ট রিপোর্ট আসার পর দেখা যায় ষোলো জন কোভিড পজিটিভ। এরপরেই স্বাস্থ্য দপ্তর, কাউন্সিলার, প্রাক্তন চেয়ারম্যানদের নিয়ে জরুরী বৈঠক অনুষ্ঠিত হয়। পুর প্রশাসক রহমত আলী বলেন,” করোনা সংক্রমণ আটকাতেই লকডাউন এর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৮-ই জুলাই থেকে ২১-শে জুলাই পর্যন্ত এই সিদ্ধান্ত জারী থাকবে।”