নিজস্ব প্রতিবেদন :সাহিত্য সংস্কৃতি চর্চাকে বরাবরই উৎসাহ দিয়ে চলেছে ফুলেশ্বরী নন্দিনী।আর তারই অঙ্গ হিসাবে গত ৩রা ডিসেম্বর শিলিগুড়ি
সুভাষপল্লীর ভিবজিওর ক্লাবে শিলিগুড়ি ফুলেশ্বরী নন্দিনীর মাসিক সাহিত্য সভা অনুষ্ঠিত হয়। সেই সভার বিশেষ আকর্ষণ ছিল বই ও পত্রিকা প্রকাশ। প্রকাশিত হয় ফুলেশ্বরী নন্দিনীর শিশু-কিশোর পত্রিকা ‘ডাংগুলি’র চতুর্থ বর্ষ সংখ্যা। এছাড়াও শিশু সাহিত্যিক নীতীশ বসুর শিশুতোষ বই ‘বাঘের ছেলের জন্মদিন‘ এবং লেখক সুদীপ চৌধুরীর সম্পাদনায় উত্তরবঙ্গের এক ঝাঁক লেখকদের ছোটো গল্প নিয়ে একটি সংকলন গ্রন্থ ‘কথাশিল্প- কথাকারদের হাট’ একই মঞ্চে মোড়ক উন্মোচিত হয়। ‘ডাংগুলি’ ও ‘বাঘের ছেলের জন্মদিন’ প্রকাশে ছিল বিশেষ অভিনবত্ব। এই পত্রিকা ও বই দুটির মোড়ক উন্মোচন করা হয় কিশোর শিশু সাহিত্যিক তানিশী গোস্বামী ও ‘ডাংগুলি’র কিশোর প্রচ্ছদ শিল্পী অনুপম বনিককে দিয়ে। ‘কথাশিল্প’ প্রকাশ করেন বিশিষ্ট কবি আশিস চক্রবর্তী ও সুহাস বসু। উপস্থিত ছিলেন নীতীশ বসু, ড.রতন বিশ্বাস, নির্মলেন্দু দাস, আশিস চক্রবর্তী, সুব্রত ভট্টাচার্য ও সুহাস বসু।
সংগঠনের সভাপতি অনন্যা ভাদুড়ী , সম্পাদক কণিকা দাস ও সংগঠনের প্রাণ পুরুষ সুহাস বসু তাঁদের বক্তব্যে তুলে ধরেন ফুলেশ্বরী নন্দিনীর সৃজনশীল সাংস্কৃতিক, জনকল্যাণমুখী ও সাহিত্য বিষয়ক কাজ-কর্মের বিভিন্ন দিকগুলো। এরপর অনুষ্ঠিত হয় একটি নান্দনিক সাংস্কৃতিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে ছিল কবিতা ও গল্প পাঠ সহ সংগীতের অনুষ্ঠান। এক সম্পূর্ণ ঘরোয়া পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানকে নান্দনিকতায় পৌঁছে দেন সঞ্চালক সুদীপ চৌধুরী।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুনঃ