গোয়া থেকে সোনা জিতে শিলিগুড়ি ফিরলেন দীপ্তি

নিজস্ব প্রতিবেদন, শিলিগুড়ি ঃঃ গত ২৯ ও ৩০ জুন গোয়াতে অনুষ্ঠিত জাতীয় দৌড় প্রতিযোগিতায় সোনা জিতে শিলিগুড়ি ফিরলেন দীপ্তি পাল। মোট তিনটি ইভেন্টের একটিতে সোনা এবং বাকি দুটিতে ব্রোঞ্জ জিতে শিলিগুড়ি তথা বাংলার মুখ উজ্জ্বল করেছেন দীপ্তিদেবী। এবার তিনি আগামী ডিসেম্বর মাসে মালয়েশিয়ায় অনুষ্ঠেয় এশিয়ান গেমসের দৌড় প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য প্রস্তুতি শুরু করেছেন।

যখন তিনি প্রাথমিক বিদ্যালয়ে পড়েন তখন থেকে দৌড় শুরু করেন। আজ ৫৪ বছর বয়সেও তিনি দৌড়ে চলেছেন। আর এই দৌড়ের জেরে তার ঘরে অনেক পুরস্কার, মেডেল ভরে গিয়েছে। আগামী যেকদিন বাঁচবেন তিনি দৌড়ে যেতে চান। তার কথায়, নতুন ছেলেমেয়েরা আরও বেশি করে অ্যাথলেটিকসে আসুক। এতে তাদের শরীর ও মন ভালো থাকবে।
সকালবিকাল প্রতিদিন দৌড় অনুশীলন করেন দীপ্তিদেবী। কস্ট করেই তিনি তার দুই সন্তানকে বড় করেছেন। তাদের মধ্যে শক্তি পাল এবং শিবু পাল দুজনেই দেশের সেবা করতে অসম রাইফেলসে কর্মরত। দিনরাত দৌড়ে বেড়ানো দীপ্তিদেবীর নেশা। শিলিগুড়িতে পুরসভা ছাড়াও বিভিন্ন সংস্থা থেকে অনেক সংবর্ধনাও পেয়েছেন। সাংসারিক কাজের পরই মাঠ তাকে টানে।