নিজস্ব সংবাদদাতা,জলপাইগুড়ি ঃ করোনা মোকাবিলায় জলপাইগুড়ি বিশ্ববাংলা ক্রীড়াঙ্গনের কোভিড হাসপাতালের সিসিইউতে বেড বাড়ানো হচ্ছে। এছাড়াও চিকিৎসক ও নার্স বাড়ানো হয়েছে বলে দাবি জেলা স্বাস্থ্য দফতরের।
প্রতিদিন করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। এখনো পর্যন্ত জলপাইগুড়ি জেলাতে করোনাতে আক্রান্ত হয়েছেন ১৬৯৯ জন। সুস্থ হয়ে কোভিড হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১২০৮ জন। মৃত্যুর সংখ্যা এখনো পর্যন্ত ১৩ জন। যেভাবে আক্রান্তের সংখ্যা বাড়ছে এই পরিস্থিতিতে কোভিড হাসপাতালে সিসিইউতে রোগীর সংখ্যা বাড়ছে৷ এই কারণে নতুন করে সিসিইউতে ২০টি বেড বাড়ানো হচ্ছে। করোনা আক্রান্ত রোগীদের প্রয়োজনে সিসিইউতে রেখেই চিকিৎসা করানোর জন্য এই উদ্যোগ বলে দাবি জেলা স্বাস্থ্য দফতরের।
উত্তরবঙ্গের করোনা মোকাবিলাতে বিশেষ অফিসার চিকিৎসক সুশান্ত রায় বলেন, ১৮ টি বেড রয়েছে সিসিইউতে আরও ২০টি বেড বাড়ানো হচ্ছে। এছাড়া নার্স রয়েছেন ২২ জন আরও পাঁচ জন ট্রেনি নার্স দেওয়া হয়েছে। চিকিৎসক বাড়ানো হয়েছে।