নিজস্ব প্রতিবেদন :রাস্তায় পড়েছিলেন সেই ব্যক্তি।শরীরে পোকা হয়ে গিয়েছিল। অপরিচ্ছন্ন অবস্থায় রাস্তার ধারে পড়ে থাকার জেরে সেই ব্যক্তির শরীরে পোকা হয়ে গিয়েছিল। শনিবার খবরটি পেয়ে আর বসে না থেকে সেই ব্যক্তিকে উদ্ধার করেন ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটির বিশিষ্ট সমাজসেবী পূজা মোক্তার। শিলিগুড়ি শক্তিগড় পি ডবলু ডি মোড় থেকে সেই ব্যক্তিকে উদ্ধার করে তাঁকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন পূজাদেবী। সামনে পহেলা বৈশাখ, সেই দিকে তাকিয়ে ওই ব্যক্তিকে নতুন বস্ত্রও পড়িয়ে দেন পূজাদেবী। রাস্তার ধারে পড়ে থাকা মানুষদের উদ্ধার করার মাধ্যমে পূজাদেবী এবং তাঁর ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটি ক্রমশ মানুষের শ্রদ্ধা অর্জন করছে। স্থানীয় শক্তিগড়ের ডায়মন্ড ক্লাব থেকে সুশান্ত সরকার, শেখর দত্ত সহ অন্যরা এগিয়ে এসে ওই ব্যক্তির রাস্তায় পড়ে থাকার খবরটি পূজাদেবীকে জানান। রাস্তায় পড়ে থাকা ওই অসুস্থ ব্যক্তিকে উঠিয়ে মেডিক্যাল নিয়ে যাওয়ার জন্য স্থানীয় ওই যুবকেরা পূজাদেবীকে এম্বুলেন্স ভাড়াও প্রদান করেন। রবিবার বিশ্ব স্বাস্থ্য দিবসের দিন মেডিক্যাল এর চিকিৎসায় ওই ব্যক্তির শারীরিক অবস্থার অনেকটাই উন্নতি হয়। জানা যায়,ওই ব্যক্তির বাড়ি ডুয়ার্সের বানারহাটে। কাজের সন্ধানে তিনি শিলিগুড়ি এসেছিলেন।বিয়ে করেননি।অপরদিকে শনিবারই ফাটাপুকুর থেকে রাস্তার ধারে পড়ে থাকা আরও একজন অসুস্থ এবং বয়স্ক ব্যক্তিকে উদ্ধার করে মেডিকেলে ভর্তি করেন পূজাদেবী। পহেলা বৈশাখকে সামনে রেখে এই ব্যক্তিকেও নতুন বস্ত্র পড়ান পূজাদেবী। রাস্তার ধারে পড়ে থাকা ভবঘুরে অপরিচ্ছন্ন মানুষদের সবাই যখন অবহেলা করে তখন পূজাদেবী ধারাবাহিকভাবে সেই সব মানুষদের উদ্ধার করে বিভিন্ন মহলে শ্রদ্ধার পাত্রী হয়ে উঠছেন।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন :