
নিজস্ব প্রতিবেদন ঃ অস্বাভাবিক গরম পরিস্থিতি চলছে চারদিকে। গরমে দিশেহারা সাধারণ মানুষ। এই অবস্থাতেও চড়া রোদ উপেক্ষা করে শিলিগুড়ি ও তার আশপাশের বিভিন্ন ট্রাফিক পোস্ট নিজেদের কর্তব্যে অবিচল ট্রাফিক পুলিশ। তাদের এই কর্তব্যনিষ্ঠাকে শ্রদ্ধা জানাতে বৃহস্পতিবার বিশেষ কর্মসূচি গ্রহণ করে ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ হিউম্যান এন্ড ফান্ডামেন্টাল রাইটসের দার্জিলিং জেলা কমিটি। এদিন এই সংস্থার সদস্যরা বাগডোগরা, মেডিকেল মোড়,কাওয়াখালি,তিনবাতি মোড়,জলপাই মোড়,দার্জিলিং মোড়,সিটি সেন্টার, মাটিগাড়া, শিবমন্দির প্রভৃতি বিভিন্ন স্থানে ট্রাফিক পুলিশ কর্মীদের হাতে জলের বোতল ও গ্লুকোজ তুলে দেওয়া হয়। তাঁরা ট্রাফিক পুলিশ কর্মীদের কাজকে কুর্নিশ জামান।ওই সংস্থার ওই কর্মসূচিতে অংশ নেন জেলা সম্পাদক পিন্টু ভৌমিক, সভাপতি কৃষ্ণ দে, কনভেনর বিষ্ণুপদ বিশ্বাস, কেন্দ্রীয় সদস্য,
অসীম পন্ডিত, সদস্য সঞ্জয় বর্মন,বিশ্বজিৎ দেববর্মন প্রমুখ

বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —