অনাথ মেয়ের বিয়ে দিতে উদ্যোগ স্বেচ্ছাসেবী সংস্থার

নিজস্ব প্রতিবেদন ঃ  শিলিগুড়ি চম্পাসারির কালিবাড়িতে এক অনাথ মেয়ের বিয়ে অনুষ্ঠান হলো বুধবার। জি এইচ আর পীস ফাউন্ডেশন থেকে ওই বিয়ে অনুষ্ঠানের উদ্যোগ নেওয়া হয়।এ-উপলক্ষ্যে ওই সংস্থার তরফে কিছু উপহারও দেওয়া হয় নববধূকে।অনুষ্ঠানে জি এইচ আর পীস ফাউন্ডেশনের তরফে সম্পাদক বিন্দু শর্মা, সভাপতি দীপিকা রক্ষিত বন্দ্য,সহ সভাপতি পম্পা রায়, তানিয়া হালদার,কোষাধ্যক্ষ শম্পা সরকার, সদস্যা সরিতা গুপ্তা,গায়ত্রী শর্মা,সাগরিকা প্রমুখ উপস্থিত ছিলেন। সম্পাদক বিন্দু শর্মা এবং সভাপতি দীপিকা রক্ষিত বন্দ্য বলেন, সংগঠনের সকল সদস্যের সহযোগিতায় একাজ সম্ভব হয়েছে। পাত্রীর বাড়ি ডুয়ার্সে। তাঁর মা বাবা কেও নেই। তাই মানবিক কারনে এবং সামাজিক পরিস্থিতির কথা চিন্তা করে তাঁরা ওই অনাথ মেয়ের বিয়ে দেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করেন। এই ধরনের কাজ ছাড়াও আরও বিভিন্ন সামাজিক ও মানবিক কাজ সারা বছর ধরেই চালিয়ে যাচ্ছে জি এইচ আর পীস ফাউন্ডেশন। অনাথ মেয়ের বিয়ে দেওয়া ছাড়াও দুঃস্থ অসহায় মানুষদের চিকিৎসা সহায়তা,বস্ত্র দান,অসহায় অভুক্ত মানুষকে খাদ্য প্রদান, স্বাস্থ্য পরীক্ষা শিবির, বিনামূল্যে ওষুধ বিতরন সহ আরও বিভিন্ন সামাজিক ও মানবিক কাজ সারা বছর ধরে চালিয়ে এই সংগঠন বিভিন্ন মহলে সুনাম অর্জন করেছে।

বিস্তারিত দেখুন নিচের লিঙ্কে ——