প্রচুর বৃক্ষ রোপনের কর্মসূচি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের পঞ্চানন অনুরাগী মঞ্চের

নিজস্ব প্রতিবেদন ঃ  গত ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় চত্বরে ১৩টি পলাশের চারা রোপণ করে পঞ্চানন অনুরাগী মঞ্চ।

আগামী জুলাই মাসে দ্বিতীয় পর্বের কর্মসূচিতে অরণ্য সপ্তাহে বনমহোৎসব উপলক্ষ্যে আরও নানা প্রজাতির বৃক্ষচারা রোপণ করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপিকা সঞ্চারী রায় মুখার্জি , পঞ্চানন অনুরাগী মঞ্চের সভাপতি ড. নিখিলেশ রায় ও সম্পাদক ড.পরিমল চন্দ্র রায়। এর পাশাপাশি উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, আধিকারিক, শিক্ষাকর্মী, গবেষক, সাধারণ ছাত্রছাত্রী সহ অন্যান্যরা। উপাচার্য বলেন, শুধু ৫ জুন নয়, সময় এবং সুযোগ পেলেই আমাদের গাছ লাগাতে হবে ; এর জন্য কোনো উপলক্ষ্যের অপেক্ষায় থাকলে চলবে না। সকাল সাড়ে এগারোটা থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে পলাশের চারা রোপণের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে দুপুর ১ টা নাগাদ।

বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —