দেশবিদেশের কবি সাহিত্যিকদের নিয়ে শিলিগুড়িতে ঐতিহাসিক কবি সমাবেশের আয়োজন করলেন এই মহিলা কবি

নিজস্ব প্রতিবেদন ঃ সাহিত্য চর্চা বিশেষ করে কবিতা লেখা বা কবিতা শোনা শরীর ও মন ভালো রাখে।স্বাস্থ্য ভালো রাখতে কবিতা চর্চার তুলনা হয় না।আধুনিক বিভিন্ন সমীক্ষা এবং গবেষণায় প্রমানিত হয়েছে যে সাহিত্য চর্চা, কবিতা, সঙ্গীত এবং সৃজনমূলক ইতিবাচক ভাবনা শরীরের মধ্যে বিশেষ হরমোন উৎপন্ন করে আর তাতে শরীর মন ভালো থাকে।বহু যন্ত্রণা দূরে চলে যায় সৃজনমূলক কাজের মাধ্যমে। কবিতা এরমধ্যে উৎকৃষ্ট। রবিবার শিলিগুড়িতে কবিদের এক ঐতিহাসিক সমাবেশে এই কথাগুলো জানালেন চিকিৎসক ডাঃ রমেশ ভট্টাচার্য। তিনি সেই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ শীর্ষেন্দু পালকেও দেখা যায়। নেপাল, ভুটান, বাংলাদেশ থেকে কবিরা সেই অনুষ্ঠানে উপস্থিত হয়ে তাদের স্বরচিত কবিতা পাঠ করেন। তাছাড়া অন্ধ্রপ্রদেশ, অসম,ত্রিপুরা সহ ভারতের বিভিন্ন রাজ্যের কবিরা সেই অনুষ্ঠানে উপস্থিত হয়ে তাদের কবিতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সৌন্দর্য বাড়িয়ে তোলেন। কেয়ার অফ দার্জিলিং সেই অনুষ্ঠানের আয়োজন করে। কেয়ার অফ দার্জিলিং এর সম্পাদিকা তথা বিশিষ্ট কবি সুলেখা সরকার সেই অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে শিলিগুড়ির সাহিত্য চর্চায় নতুন এক ইতিহাস রচনা করলেন। অনুষ্ঠানে “লাল পাহাড়ের দেশে যা” খ্যাত কবি অরুন চক্রবর্তী যেমন উপস্থিত ছিলেন তেমনই বিশিষ্ট সাহিত্যিক ডঃ রতন বিশ্বাস, আন্তর্জাতিক বাংলা ভাষা ও সংস্কৃতি সমিতির শিলিগুড়ি শাখার সম্পাদক সজল কুমার গুহ, বিশিষ্ট কবি প্রবীর শীল,কঙ্কন নন্দী, অর্চনা মিত্র, দুলাল দত্ত, সর্বাশীষ পাল সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কবিতা চর্চায় বিশেষ অবদানের জন্য প্রবীর শীল, কঙ্কন নন্দী,অসমের কবি রাজুমনি শইকিয়া, সাহিত্যিক ডঃ রতন বিশ্বাস সহ আরও অনেককে সংবর্ধনা জানান হয়।ইতিবাচক ভাবনার খবর দিনরাত প্রচার করতে থাকায় খবরের ঘন্টার সম্পাদক বাপি ঘোষকে সেখানে পুরুষোত্তম সন্মান প্রদান করা হয়। শিলিগুড়িতে দেশ বিদেশের কবিদের নিয়ে ভিন্ন ধর্মী অনুষ্ঠান আয়োজনের জন্য সকলেই কেয়ার অফ দার্জিলিং এর সম্পাদিকা তথা বিশিষ্ট কবি সুলেখা সরকারকে ধন্যবাদ জানান। মহিলা হয়েও সুলেখাদেবী এই ধরনের আয়োজনের মাধ্যমে যে অসামান্য সাহসিকতার পরিচয় দেন তার তারিফ করেন সকলেই। বাংলাদেশ, নেপাল, ভুটান সহ বিভিন্ন রাজ্যের কবিরা সেই অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরসামুন্ডা কলেজের অধ্যক্ষ ডঃ বীরেন্দ্র মৃধা, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সমূহ বিভাগের নিয়ামক ডঃ দেবাশীষ দত্ত, জাতীয় শিক্ষা রত্ন পুরস্কার পাওয়া শিক্ষক প্রহ্লাদ বিশ্বাস, চিকিৎসক ডাঃ রমেশ ভট্টাচার্য, উত্তরবঙ্গ সংবাদের জি এম প্রলয় কান্তি চক্রবর্তী। প্রত্যেকেই এই ধরনের অনুষ্ঠান আরও প্রয়োজন রয়েছে বলে উল্লেখ করেন। নতুন প্রজন্মের কিছু কবিও সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলো। খবরের ঘন্টার সম্পাদকের হাতে সংবর্ধনা স্মারক তুলে দেন জাতীয় শিক্ষা রত্ন পাওয়া শিক্ষক প্রহ্লাদ বিশ্বাস। খবরের ঘন্টার সম্পাদক কবি সুলেখা সরকারের কবি প্রতিভা, গবেষণা ধর্মী কাজ এবং সাংগঠনিক দক্ষতার তারিফ করেছেন।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন—