নাটক যখন অন্যরকম

বাপি ঘোষ,শিলিগুড়িঃ সমাজের বুকে একের পর এক ঘটে চলেছে নারী ধর্ষন বা নারী নির্যাতন। মানুষ হারিয়ে ফেলছে প্রতিবাদের ভাষা। অন্যরকম নাটক সেখানে অন্যরকমভাবে মানুষকে প্রতিবাদের ভাষা খুজে দিচ্ছে।আসলে সেটি অন্তরঙ্গ থিয়েটার। একক অভিনয় করলেন ঋতুপর্ণা বিশ্বাস। শিলিগুড়ি রবীন্দ্র মঞ্চে বুধবার এ নাটক মেলে ধরলেন ঋতুপর্ণা।
হাওড়ার আমতা থেকে রাজ্য জুড়ে অন্যরকম নাটক করতে বেরিয়েছেন ঋতুপর্ণা। উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তে নাটক করে বুধবার তিনি শিলিগুড়ি আসেন। শিলিগুড়ির প্যাসোনেট পারফর্মার্স তাকে ওই নাটক করতে সহযোগিতা করে। দর্শকরা সবাই চেয়ার নিয়ে গোল হয়ে বসেছিলেন।আর তাদের মধ্যে বসে দাঁড়িয়ে এক ঘন্টা কুড়ি মিনিট ধরে সবাইকে নাটকে যুক্ত করে তিনি এক অন্যরকমের প্রতিবাদের ভাষা তৈরি করলেন। নারী নির্যাতন হচ্ছে,আমরা দেখছি,জানছি কিন্তু চুপ করে বসে আছি।নাটকে সেই দিকটি ফোটাতে গিয়ে দর্শকদের তার সঙ্গে যুক্ত করে নেওয়া হল। নাট্যকার কাঞ্চন ঘোষ জানালেন,এ ধরনের নাটক শিলিগুড়িতে এই প্রথম হল।নাটকের ধরন এখন বদলে যাচ্ছে।বিদেশে এ ধরনের নাটক হচ্ছে।মনে করুন,একটি বাস চলছে।হঠাত বাসে উঠে পড়লো কিছু ছেলেমেয়ে ।সেখানে দেখা গেলো,একটি মেয়ের শরীরে হাত দিচ্ছে একটি ছেলে।মেয়েটি চিতকার করে উঠল। নানা অঙ্গভঙ্গি হল।বাসের যাত্রীরা কেউ কেউ সহ্য করতে না পেরে প্রতিবাদ করে উঠলেন। শ্লীলতাহানির দায়ে অভিযুক্ত সেই যুবককে মারধর করতে উদ্যত হলেন।অমনি অন্য কয়েকজন বলে উঠলেন,মারবেন না,এতো অভিনয়।নাটক চলছিল।নারী নির্যাতনের বিরুদ্ধে আপনারা প্রতিবাদী কতটা,তা জানতে ও জাগাতেই এ অন্যরকম নাটক।শিলিগুড়িতেও ঋতুপর্ণা সেই ধরনের একক অভিনয়ের নাটক করলেন। নাটকের মাঝেই প্রশ্ন উত্তরে সকলকে যুক্ত করলেন,কে কতটা প্রতিবাদী।আসলে আমরা নিজেদের সুখ স্বাচ্ছন্দ্য নিয়ে থাকতে ভালোবাসি।আমরা সমঝোতা করে চলছি,দেখেও কিছু না দেখার ভান করি। নিজেকে নিরাপদে রেখে নিজের নিজের পরিবারের বৃত্তের মধ্যে আমরা টিকে থাকতে চাই,তা নিয়েই এটা অন্যরকম নাটক।