নিজস্ব সংবাদদাতা,জলপাইগুড়ি ঃকরোনা আবহের মধ্যেই ঢাকে কাঠি পড়লো জলপাইগুড়ি রাজবাড়িতে। আজ নন্দ উৎসব ও কাদো খেলার মাধ্যমে জলপাইগুড়ি বৈকুন্ঠপুর রাজ পরিবারের ৫১১বছরের দূর্গা পুজোর কাঠামো পূজো হয়।প্রাচীন ঐতিহ্য মেনে কাঠামো পুজো করলেন রাজ পরিবারের সদস্য প্রনত কুমার বসু। করোনার কারনে এবছর রাজ পরিবারের দূর্গা পূজাতে বেশকিছু কাটছাট করা হয়েছে বলে জানিয়েছেন রাজ পরিবারের পুরোহিত শিবু ঘোষাল।

ভগবান শ্রী কৃষ্ণের জন্মদিনের পরের দিন জলপাইগুড়ি রাজপরিবারে অনুষ্ঠিত হয় নন্দ উৎসব ও কাদো খেলা। এই উৎসবের মাধ্যমে প্রতিবারের মতো এবছরো হলো রাজ পরিবারের প্রাচীন দূর্গা পুজোর কাঠামো পুজো। করোনা পরিস্থিতিতে এবছর দূর্গা পুজোতে বেশ কিছু অনুষ্ঠান কাটছাট করা হয়েছে রাজ পরিবারের পক্ষথেকে।এবছর জলপাইগুড়ি বৈকুন্ঠপুর রাজ পরিবারের দূর্গা পুজো ৫১১বছরে পরলো।আজ সকালে রাজবাড়ির দূর্গা মন্দিরে দূর্গা পুজোর কাঠামো পুজো করেন রাজ পরিবারের সদস্য প্রনত কুমার বসু ও রাজ পরিবারের কুল পুরোহিত শিবু ঘোষাল। দূর্গা মন্দিরের পাশেই মাঠে অনুষ্ঠিত হয় কাদো খেলা। সেই কাদো খেলার পর সেই জায়গার মাটি দিয়েই দূর্গা ঠাকুর বানান মৃৎশিল্পী।একটু রথের উপর তৈরি করা হয় দুর্গা ঠাকুর। করোনার কারনে অন্যান্য বছরের মতো মন্দিরের ভেতরে প্রবেশ করে এবছর পুজো দিতে পারবেনা ভক্তরা। মন্দিরের বাইরে থেকে মা দূর্গাকে দর্শন ও পুজো করতে পারবেন ভক্তরা।এছাড়াও প্রতিবছর অষ্টমী পুজোর দিন পুজো দেখতে আসা সবাইকে ভোগ খাওয়ানো হত রাজ পরিবারের পক্ষথেকে। এবছর সেই ভোগ খাওয়ানো হবেনা বলে জানিয়েছেন রাজ পরিবারের পুরোহিত শিবু ঘোষাল।রাজ পরিবারের সদস্য প্রনত কুমার বসু জানিয়েছেন, প্রাচীন ঐতিহ্য মেনে এবছর পুজো হবে রাজবাড়ীতে। মা দূর্গার কাছে প্রার্থনা করি যেনো সমস্ত মানুষ ভালো থাকে।

