করোনায় আক্রান্ত জলপাইগুড়ি জেলা সিপিএমের সম্পাদক সলিল আচার্য

নিজস্ব সংবাদদাতা,জলপাইগুড়ি ঃকরোনায় আক্রান্ত হলেন জলপাইগুড়ি জেলা সিপিএম এর সম্পাদক সলিল আচার্য। শনিবার তার করোনা রিপোর্ট পজিটিভ আসে জলপাইগুড়ি পুরসভার কাছে। পুরসভার পক্ষ থেকে সমগ্র জেলা কার্যালয়টিকে সেনিটাইজ করা হয়েছে৷ তাছাড়া সলিলবাবুর বাড়িটিকে কন্টেইনমেন্ট জোন করা হলেও সিপিএম এর জেলা কার্যালয়টিকে আগামী তিনদিনের জন্য বন্ধ রাখার কথা বলা হয়েছে পুরসভার পক্ষ থেকে।

গত তিনদিন থেকে সামান্য জ্বর নিয়ে নিজের বাড়িতেই ছিলেন জেলা সম্পাদক। শুক্রবার তিনি তার করোনার টেস্ট করান জলপাইগুড়ি সারি হাসপাতালে গিয়ে। সেই টেস্টের রিপোর্ট আজ পজেটিভ এসেছে।স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে করোনায় আক্রান্ত সলিলবাবুকে জলপাইগুড়ি বিশ্ববাংলা ক্রীড়াঙ্গনে অবস্থিত করোনা হাসপাতালে ভর্তি করার কথা বলা হলেও জেলা সিপিএম সুত্রে খবর তাকে উন্নত চিকিৎসার জন্য শিলিগুড়িতে নিয়ে যাওয়ার কথা ভাবছে জেলা সিপিএম এর নেতৃত্ব।কারন সলিলবাবু হাই সুগারের রোগী, সেকারনেই তাকে উন্নত চিকিৎসার কারনে শিলিগুড়ি নিয়ে যাওয়ার কথা ভাবা হচ্ছে। গত চার দিন আগে পর্যন্ত সলিলবাবু জেলা সিপিএম কার্যালয় তথা ডিবিসি রোডের সুবোধ সেন ভবনে এসেছিলেন বলে সিপিএম সুত্রে জানা গেছে।