কোনো মিস্টি পাঁচ টাকা,কোনোটা হাজার টাকার, দোল উৎসবকে সামনে রেখে বিরাট মেলা

নিজস্ব প্রতিবেদন ঃ  দোল উৎসবের জন্য সেখানে চারদিন ধরে মেলা বসে।আর সেই মেলাতে বিরাট বিরাট মিস্টি নিয়ে বসেন বিক্রেতারা।সেই মিস্টি কেনার জন্য হুড়োহুড়িও পড়ে।কোনো মিস্টির দাম পাঁচ টাকা,কোনো মিস্টির দাম এক হাজার টাকা। সারাদিনে বিক্রি হয়ে যায় লক্ষ টাকার ওপর। পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলীর দোগাছিয়ার মদনমোহনের দোল-উৎসবের মেলায়, পেল্লাই সাইজের মিষ্টিই হলো মুল আকর্ষণ। কোন মিস্টি একশো গ্রামের তো কোনটা পাঁচ কেজি ওজনের ছানায় তৈরী। মেলায় আসা মানুষজন এই মিষ্টিই কিনে নিয়ে যাচ্ছেন বাড়ির আত্মীয় পরিজনদের জন্য। কেউ বা আবার দোকানে বসেই খেতে শুরু করে দিচ্ছে।
কয়েকশো বছরের প্রাচীন দোগাছিয়ার মদনমোহনের দোল উৎসব। দোলেরদিন থেকে চার দিনের জন্য বিগ্রহকে জনসমক্ষে রাখা হয়। সেখান থেকেই দর্শন করে ভক্তরা। চারদিন ধরে চলে নানা অনুষ্ঠান।
মদনমোহনের মেলা উপলক্ষে হাজারো দোকান বসেছে এলাকায়। সন্ধ্যায় বেশি ভিড় হয়। যাত্রা, নাটক, বাউলগান সব মিলিয়ে এখন জমজমাট দোগাছিয়ায় মদনমোহনের মেলা। তবে এই মেলা থেকে পেল্লাই সাইজের মিষ্টি না কিনলে, এক বছরের জন্য মনটা অধরাই থেকে যাবে।