করোনার প্রভাবে আগের মতো তেমন বিক্রি নেই পতাকার,চিন্তার ভাঁজ

নিজস্ব প্রতিবেদনঃ করোনার প্রভাবে স্কুল কলেজ বন্ধ থাকার ফলে গতবছর স্বাধীনতা দিবস সেভাবে পালিত না হওয়ায় পতাকা ব‍্যবসায়ীদের কপালে চিন্তার ভাঁজ।
চলতি বছর ৭৫ তম স্বাধীনতা দিবস, তা পালনেও বাধা হয়ে দাঁড়িয়েছে করোনা ভাইরাস। এই করোনা ভাইরাসের প্রভাবে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। তাতেই চিন্তার কারণ পতাকা ব‍্যবসায়ীদের।যদিও চিন্তাকে দূরে ঠেলে ব‍্যবসায়ীরা দিনরাত তৈরি করে চলেছেন পতাকা,ব্যাজ,উত্তরীয়, টুপি। শিলিগুড়ি আশ্রমপাড়ার বাসিন্দা তথা বিধান মার্কেটের ব‍্যবসায়ী রামহরি পাল স্বাধীনতা দিবসকে সামনে রেখে দিনরাত এক করে পতাকা ও বিভিন্ন সামগ্রী তৈরী করে চলেছেন।রামহরিবাবুর হাতের তৈরী সামগ্রী পাহাড় ও উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে বিক্রি হয়।