ক্যান্সার যন্ত্রনার পরও স্ত্রীকে কবিতা-চর্চায় উৎসাহ দিচ্ছেন স্বামী

নিজস্ব প্রতিবেদন,শিলিগুড়িঃ শিলিগুড়ি বিধান মার্কেটের সুব্রত রায় বেশ কিছুদিন ধরে ম্যালিগন্যান্ট ক্যান্সারে আক্রান্ত। তার সেরিব্রাল স্ট্রোক হয়েছে। চিকিৎসাও চলছে। কিন্তু এই কস্টের মধ্যেও তিনি তার স্ত্রীকে কবিতা-চর্চার প্রতি অনবরত উৎসাহ দিয়ে চলেছেন। দিন কয়েক আগে তার স্ত্রী বাংলাদেশের বিভিন্ন স্থানে কবিতা পাঠ সহ অন্যান্য সাহিত্য সভায় যোগ দিয়ে অনেক সংবর্ধনাও নিয়ে এসেছেন।সুব্রতবাবু বলেন,আমার শরীর ভালো নয়।তার জন্য চিকিৎসা চলছে। আর আমার শরীর অসুস্থ বলে স্ত্রীর প্রতিভা কেন বিকশিত হবে না? তাই তাকে উৎসাহ দিয়েই আমি বিভিন্ন অনুষ্ঠানে যেতে বলছি।
চলতি নভেম্বরের ২ তারিখ থেকে ১১ তারিখ বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার প্রভৃতি স্থানে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিয়ে কার্যত ঝড় তুলে এলেন সুলেখা। পুরো নাম সুলেখা সরকার। আর সে সফরের সময় বাংলাদেশের স্বনামধন্য কবি নির্মলেন্দু গুনের সঙ্গে দেখা করে তাকে কবিতা শুনিয়েও তার প্রশংসা কুড়িয়েছেন। চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রে তিনি সংবর্ধনা পেয়েছেন। কক্সবাজারে বাংলাদেশ-ভারত-নেপাল ইতিহাস মঞ্চের সাহিত্য সম্মেলনে যোগ দিয়েছেন।সেখানে কবিতা পাঠ,বক্তব্য রাখা, সম্মান এসেছে। আবার ঢাকায় ইকেবানার অনুষ্ঠানে যোগ দিয়েও এসেছে সংবর্ধনা। এর বাইরে গবেষণামূলক কাজের জন্য আরও অনুষ্ঠানে যোগ দিয়েছেন। বাংলাদেশে সুলেখার এনিয়ে তৃতীয়বারের সফর ছিল। আর এবারে তিনি গিয়েছিলেন একাই। বিভিন্ন স্থানে বাংলাদেশের মাটিতে যেভাবে তিনি সম্মান পেয়েছেন তাতে তিনি অভিভূত।কবিতায় সাদাকে সাদা বলা, কালোকে কালো বলার জন্য এর আগে সুলেখা কলকাতায় বিশ্ববঙ্গ বাংলা সাহিত্য একাডেমিতে কাব্যশ্রী, কাব্য সুধাকর উপাধি পেয়েছেন। তার একক কবিতার বই প্রকাশিত হয়েছে, যে কথার অন্তর্বাস নেই। আসছে জানুয়ারিতে প্রকাশিত হতে চলেছে তাই ফিরে গেছে পথ ও সখা পর্ব-এক আন্তর্জাতিক অ্যালকোহল। এর বাইরে অন্যদের সঙ্গে তার যৌথ কবিতার বই প্রকাশিত হয়েছে ৬টি। জাতি ধর্ম দেশকে নিয়ে প্রাধান্য দিয়েছেন তাই ফিরে গেছে পথ বইতে। সামাজিক সচেতনতার ওপরও আগামীতে কিছু কবিতা লেখার ইচ্ছে রয়েছে তার। স্বামীর ক্যান্সার হওয়ার পরও যেভাবে স্বামীর চিকিৎসার প্রতি নজর রাখার পাশাপাশি কবিতা লেখার নেশায় ডুব দিয়েছেন তিনি তা নিয়ে কিন্তু অন্যরকম আলোচনা শুরু হয়েছে।