চেন্নাই থেকে আসা চিকিৎসকরা শিলিগুড়িতে বহু রোগীর মুখে হাসি ফোটালেন,সংবর্ধনা পূজা মোক্তারের

নিজস্ব প্রতিবেদন : রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত নার্স ডুয়ার্সের বানারহাট নিবাসী সোনালী সামন্ত বেশ কিছুদিন ধরে প্রস্রাব সংক্রান্ত সমস্যায় ভুগছিলেন। শিলিগুড়িতে বেশ কিছু ডাক্তার দেখিয়েছিলেন, অনেক পরীক্ষা-নিরীক্ষা করেছিলেন। কিন্তু কোন রোগ নির্ণয় হচ্ছিল না। ফলে সোনালিদেবী চিন্তার মধ্যে ছিলেন– তার কিডনিতে পাথর হয়েছে কিনা। এরকম চিন্তার অবসান হলো সোমবার। শিলিগুড়ি সেবক রোডের বিশাল মেগা মার্টের ওপরে কামতি হেলথ কেয়ার এন্ড ডায়াগনস্টিকে চেন্নাই থেকে আসা বিশেষজ্ঞ ইউরোলজিস্ট এবং ইউরোসার্জন ডাক্তার এম সথ্য শিলনকে দেখিয়ে সোনালীদেবী দুশ্চিন্তা মুক্ত হলেন। মাত্র এক ঘণ্টার মধ্যে তার সব পরীক্ষা-নিরীক্ষা করে চেন্নাইয়ের সেই বিশেষজ্ঞ চিকিৎসক জানিয়ে দিলেন, সোনালীদেবীর তেমন কিছুই হয়নি। ইউরিনের সামান্য ইনফেকশন বা ব্যাকটেরিয়া বেশি রয়েছে। একটু ওষুধ খেলেই সেরে যাবে। চেন্নাই থেকে আসা চিকিৎসকের কথা শুনে হাঁফ ছেড়ে বাঁচলেন সোনালীদেবী। চেন্নাইয়ের চিকিৎসক কিছু ওষুধ প্রেসক্রাইব করেছেন, তিনি আশা করছেন সেইসব ওষুধ খেলেই সুস্থ হয়ে যাবেন। ৭০০ টাকা ভিজিট এবং ১০০ টাকা রেজিস্ট্রেশন ফি এই মিলিয়ে সোমবার তিনি চেন্নাই থেকে আসা চিকিৎসককে দেখিয়ে বেশ খুশি। একইভাবে সোমবার আরো বিভিন্ন রোগী চেন্নাই থেকে আসা চিকিৎসকদের দেখিয়ে হাসিমুখে বাড়ি ফেরেন। সোমবার কামতি হেলথ কেয়ার এন্ড ডায়াগনস্টিকে চেন্নাইয়ের ভেলোর থেকে বিশেষজ্ঞ সার্জন ডাক্তার ইপেন কোশি এবং বিশেষজ্ঞ ইউরোলজিস্ট ডাক্তার এম সথ্য সীলন রোগী দেখতে আসেন। সকাল থেকে রাত পর্যন্ত তারা মোট ২৪ জন রোগী দেখেন মাত্র ৭০০ টাকা ভিজিটে। চেন্নাইতে তারা তিন হাজার টাকায় রোগী দেখেন। তাদের এই মানসিকতায় বেশ খুশি বহু মানুষ। স্বেচ্ছাসেবী সংস্থা ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটি থেকে সমাজসেবী পূজা মোক্তার সোমবার রাতে চেন্নাইয়ের ওই চিকিৎসকদের সম্বর্ধনা প্রদান করেন। সেই সময় ওই দুই চিকিৎসক ছাড়াও ভীমস হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর অশোক মালাকার, কামতি হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিকের ডাক্তার মনিশ কামতি, জেনারেল ম্যানেজার শুভঙ্কর ধর, রেডিওলজিস্ট ডাক্তার এম আব্দুল শেখ প্রমূখকে সম্বর্ধনা জানান পূজাদেবী। কামতি হেলথ কেয়ারের জেনারেল ম্যানেজার শুভঙ্কর ধর জানিয়েছেন, শীঘ্রই আরো কিছু বিশেষজ্ঞ চিকিৎসক চেন্নাই থেকে শিলিগুড়ি আসছেন। শিলিগুড়িতে চিকিৎসা করিয়ে যারা বিরক্ত তাদের মুখে আবারো হাসি ফোটাতে আসছেন চেন্নাইয়ের বিশেষজ্ঞ চিকিৎসকরা। এবারে আসছেন একজন নিউরোলজিস্ট এবং একজন গ্যাস্ট্রোএন্ট্রোলজিস্ট। তারা কবে আসবেন শীঘ্রই তারিখ জানিয়ে দেওয়া হবে। তবে জানা গিয়েছে চলতি মাসেই তারা চেন্নাই থেকে শিলিগুড়ি আসছেন।

বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন :