
- নিজস্ব প্রতিবেদন ঃ রোটারি ক্লাব অফ শিলিগুড়ি উত্তরায়নের উদ্যোগে শিলিগুড়ি ভারতনগরের তুফানি সংঘে শুক্রবার শেষ হলো রাজ্যস্তরীয় টেবিল টেনিস প্রতিযোগিতা।গত মঙ্গলবার এই টেবিল টেনিস প্রতিযোগিতায় মেয়েদের বিভাগে চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হয়। বুধবার থেকে পুরুষ বিভাগের প্রতিযোগিতা শুরু হয়। উদ্যোক্তাদের তরফে রানা দে সরকার জানিয়েছেন, মহিলা বিভাগে ৫৫০ জন এবং পুরুষ বিভাগে ৬৫০ জন প্রতিযোগি অংশ নেয়। শুক্রবার ছেলেদের তিনটি বিভাগ অনুর্ধ্ব ১১,১৩ এবং ১৫ বিভাগে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। তাতে অনুর্ধ্ব ১১ বিভাগে চ্যাম্পিয়ন হয় উত্তর ২৪ পরগনার অরিভ দত্ত, সেই বিভাগে রানার্স হয়েছে শিলিগুড়ির ছেলে জেম মহলানবিশ। অনুর্ধ্ব ১৩ বিভাগে হাওড়ার আদিত্য দাস দক্ষিন কলকাতার হিমন কুমার মন্ডলকে পরাজিত করেছে।অনুর্ধ্ব ১৫তে হুগলির রুপম সর্দারকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে সোহন মুখোপাধ্যায়। শুক্রবার সেই চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হওয়ার পর পুরস্কার বিতরণ হয়।পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিধায়ক ডঃ শঙ্কর ঘোষ, জেলা শাসক এস পুন্নমবলম,বেঙ্গল স্টেট টেবিল টেনিস এসোসিয়েশনের যুগ্ম সচিব তথা অর্জুন মান্তু ঘোষ, সংস্থার কার্যকরী সদস্য রানা দে সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। টেবিল টেনিসের শহর শিলিগুড়িতে বেঙ্গল টেবিল টেনিস এসোসিয়েশন চ্যাপ্টার টু এর পরিচালনায় এই প্রতিযোগিতা গত ৭ মে শুরু হয়েছিল। পুরুষ মহিলা দুটি বিভাগ ঘিরেই বেশ উদ্দীপনা তৈরি হয় । শিলিগুড়িতে টেবিল টেনিসের চর্চা বৃদ্ধিতে এই ধরনের আয়োজন যে একটি বিশেষ মাত্রা যোগ করবে তা কিন্তু বলতে শুরু করেছেন ক্রীড়া প্রেমীরা।
- বিস্তারিত নিচের লিঙ্কে
- https://youtu.be/XtN5fwbHsmM