সম্পত্তি এবং বিল্ডিং বিষয়ক উপকরণ সামগ্রীর প্রদর্শনী শেষ হলো শিলিগুড়িতে

নিজস্ব প্রতিবেদন ঃ শিলিগুড়ি ইঞ্জিনিয়ার্স এন্ড আর্কিটেক্টস্ অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্পত্তি এবং বিল্ডিং সম্বন্ধীয় উপকরণ সামগ্রীর প্রদর্শনী মেলা ও আলোচনা সভা রবিবার শেষ হলো।রবিবার সেখানে শিলিগুড়ির মেয়র গৌতম দেবও উপস্থিত হন। বিকালে ছিলো সাংস্কৃতিক অনুষ্ঠান। নির্মাণ শিল্প বা আবাসন শিল্পে শিলিগুড়ি গোটা দেশে একটি উল্লেখযোগ্য নাম। শিলিগুড়ি, দার্জিলিং পাহাড়,সিকিম মিলিয়ে নির্মান শিল্পে বহু বিনিয়োগ হচ্ছে। পরিবেশের সঙ্গে ভারসাম্য বজায় রেখে কিভাবে নির্মান শিল্পকে আরও উন্নত ও বিজ্ঞান সন্মত করে তোলা যায় তার আলোচনা হয় সেই প্রদর্শনীতে।বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে অধ্যাপক প্রতিনিধিরা সেখানে উপস্থিত হন। বিশ্ব উষ্ণায়নের কথা মাথায় রেখে গ্রীন বিল্ডিং কিভাবে আরও সুন্দর এবং বিজ্ঞান সন্মত হতে পারে তা নিয়েও আলোচনা হয় সেখানে। শিলিগুড়িতে এই শিল্পের আরও সম্ভাবনা এবং কর্মসংস্থানের কথা মাথায় রেখে অনেকে এখানে আরও বিনিয়োগ করার ইচ্ছাও প্রকাশ করেন। বেশ কিছু জাতীয় এবং আন্তর্জাতিক স্তরের কোম্পানিও এতে যোগ দেয়।রবিবার উদ্যোক্তাদের তরফে সভাপতি বিনায়ক বোস এবং অভিজিৎ ঘোষ এই প্রদর্শনী সফল হওয়ায় অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান।

বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন—-