আবারও নতুন করে সংগ্রাম প্রয়োজন, জানালেন প্রবীন স্বাধীনতা সংগ্রামী

নিজস্ব প্রতিবেদন ঃ পরাধীন ভারতে তাঁরা অনেক কষ্ট, ত্যাগ স্বীকার করেছেন।উদ্দেশ্য ছিল একটাই দেশকে ইংরেজ শাসন থেকে মুক্ত করা।এরজন্য তাঁরা হাসি মুখে অনেক অত্যাচার সহ্য করেছেন। দেশবাসী সুখে থাকবেন বলেই তাদের ওই ত্যাগ ও কষ্ট স্বীকার। আজ দেশ স্বাধীন হয়েছে। কিন্তু এবার করোনা আবহে স্বাধীনতা দিবস উদযাপিত হতে চলেছে। স্বাধীন ভারতে করোনা পরিস্থিতিতে দেশের সাধারণ গরিব মানুষ আজ কষ্টে রয়েছেন। কারও প্রিয়জন বিয়োগ হয়েছে, কেও অর্থ সঙ্কটে পড়েছেন। এই অবস্থায় তাই নতুন করে সংগ্রাম, কষ্ট ত্যাগ, সহনশীলতা এবং ধৈর্যের প্রয়োজন রয়েছে দেশবাসীর। ১৫ই আগস্ট ৭৫ তম স্বাধীনতা দিবস উদযাপনের মুহূর্তে এমন সব কথাই জানালেন শিলিগুড়ির প্রবীন স্বাধীনতা সংগ্রামী টিকেন্দ্রজিৎ মুখার্জি। ১৯৪২ সালের ভারত ছাড় আন্দোলনে তিনি অংশ নিয়েছিলেন। দেশের জন্য তিনি কারাবরনও করেছিলেন। অবিভক্ত বাংলার বাগেরহাটে একটি জেল খানায় বোমা নিক্ষেপ মামলায় ইংরেজ পুলিশ তাঁকে জেল বন্দি করেছিল। আজ টিকেন্দ্রজিৎবাবু ৯৭ বছরের দোরগোড়ায়। বেশ কয়েকবছর ধরে তিনি শারীরিক কিছু সমস্যার জন্য ঘরবন্দী। স্বাধীনতা দিবসের প্রাক্কালে তিনি সকলকে করোনা বিধি মেনে চলারও আবেদন জানিয়েছেন। খবরের ঘন্টার স্বাধীনতা দিবস সংখ্যা হাতে পেয়ে তিনি বেশ খুশি।