নিজস্ব প্রতিবেদন,শিলিগুড়িঃ শিলিগুড়িতে দৃষ্টিহীন শিল্পীদের প্রতিভা মেলে ধরার জন্য বিশেষ প্রয়াস নিলো অন্য ধ্রুপদ কালচারাল অর্গানাইজেশন। আগামী ৪ ডিসেম্বর শিলিগুড়ি দীনবন্ধু মঞ্চে অন্য ধ্রুপদের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। সেখানেই মাতৃছায়া স্কুলের দৃষ্টিহীনরা তাদের সঙ্গীত,মিউজিক মেলে ধরবে। শুধু গান নয়,আবৃত্তি এমনকি অনুষ্ঠান সঞ্চালনাতেও তারা আছে।তারা বাজাবে সিন্থেসাইজার। মোট ১১ জন বিশেষ চাহিদাসম্পন্ন দৃষ্টিহীনদের কুড়ি মিনিট ধরে মঞ্চ তুলে দেওয়ার পিছনে অন্য ধ্রুপদের শিল্পী সোমা সান্যালচক্রবর্তীদের একটিই কথা,সমাজের পিছিয়ে পড়াদের পাশে থাকা।তাদের মনে সাহস এনে দেওয়া।
পিছিয়ে পড়া শিল্পীদের মনে সাহস এনে দেওয়া এবং তাদের এগিয়ে দিতেই যাত্রা শুরু হয়েছিল অন্য ধ্রুপদের। সঙ্গীত শিল্পী সোমাদেবী ছাড়াও নৃত্যে রিম্পি সাহা এবং আবৃত্তিতে জুঁই ভট্টাচার্য এই মিলে শুরু হয় অন্য ধ্রুপদ। আজ তাদের সদস্য দশ জন।সঙ্গীত শিল্পী বিশ্বজিৎ সরকার ছাড়াও ঈশিতা চক্রবর্তী, সায়ন্তন পালচৌধুরি,রিতম,পিয়ালি,সর্বরি,সুদীপ,সঞ্জিব ঘোষ,স্বরুপ,কাব্যশ্রী মিলে চলছে অন্য ধ্রপদ। তারা সবাই মিলে পিছিয়ে পড়াদের জন্য কাজ করছেন।৪ তারিখেে তাদের অনুষ্ঠানে দৃষ্টিহীনদের পর নিজেদের স্বরচিত শ্রুতি নাটক মঞ্চস্থ হবে।এরপর ক্ল্যাসিক্যাল ডান্স ফিউশন। ভরত নাট্যম,কথ্থক মিলিয়ে এ নৃত্যের দায়িত্বে থাকবেন রিম্পি সাহা। তারপর বেহাগ রাগকে ভিত্তি করে অনুষ্ঠান। রবীন্দ্র সঙ্গীত, নজরুল গীতি, লোকগান, হিন্দি সবমিলিয়ে তৈরি হবে গানের মালা। সবশেষে কলকাতা থেকে আসা স্বনামধন্য নজরুল গীতির শিল্পী অনসূয়া মুখোপাধ্যায়ের অনুষ্ঠান রয়েছে। এরপরদিন ৫ তারিখেে শিল্পী অনসূয়া মুখোপাধ্যায়ের একটি কর্মশালা হবে মৌতাতে। তা হবে সকাল দশটা থেকে বিকেল পাচটা পর্যন্ত। এতে যোগ দেওয়ার জন্য আগ্রহীরা অন্য ধ্রুপদের সঙ্গে যোগাযোগ করতে পারে। সায়ন্তন পালচৌধুরি জানালেন,নজরুল গীতির চর্চা হারিয়ে যেতে বসেছে। তাই তাদের এই কর্মশালা আয়োজনের অন্যরকম প্রয়াস।