বিশ্বের ঐতিহ্য টয় ট্রেনকে তুলে ধরতে ঘুম উৎসব

নিজস্ব প্রতিবেদন ঃইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ তকমা পেয়েছে ঐতিহ্যবাহী টয়ট্রেন।সেই টয়ট্রেনের গরিমাকে বিশ্বব্যাপী তুলে ধরতে দার্জিলিংয়ে শনিবার থেকে শুরু হয়েছে ঘুম উৎসব।এন এফ রেলের কাটিহার ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার এসকে চৌধুরি এই উৎসবের উদ্বোধন করেন। বিগত কয়েকবছরের মতো এবারও এই স্টেশনকে ঘিরেই ঘুম উৎসবের আয়োজন করা হয়েছে ।শনিবার সেই উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও পরিবেশন করা হয়। দার্জিলিং পাহাড়ের নিজস্ব সংস্কৃতি, খাদ্যাভাস সবটাই সেখানে মেলে ধরা হয় । এই সময় পাহাড় বেড়াতে আসা পর্যটকদের একাংশও সেই অনুষ্ঠানে যোগ দেন । বিভিন্ন অনুষ্ঠান উপভোগ করার পাশাপাশি পাহাড়ি খাবারের স্বাদ নেন পর্যটকরা। এবার এই অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রচুর খাবারের দোকান বসেছে। অংশ নিয়েছেন স্থানীয় মহিলারাও। আর এই ঘুম উৎসব উপলক্ষ্যে টয় ট্রেনের বিশেষ রাত্রিকালীন পরিষেবা চালু করেছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কর্তৃপক্ষ। পর্যটকদেরও কাছে রীতিমতো আকর্ষণের কেন্দ্রে এই রাত্রিকালীন পরিষেবা। ৫ই ডিসেম্বর পর্যন্ত এই উৎসব চলবে। উৎসব উপলক্ষ্যে প্রতিদিনই পর্যটকদের মনোরঞ্জনের কিছু না কিছু অনুষ্ঠান রাখা হয়েছে।