
নিজস্ব প্রতিবেদন ঃ ইংরেজিতে মাত্র ৯৯,বাকি সব বিষয়ে একশয় একশো। ৪০০ এর মধ্যে ৩৯৯ নম্বর, গোটা দেশে যে পাঁচজন আই এস সির রেজাল্টে প্রথম স্থান দখল করেছে তারমধ্যে শিলিগুড়ির শুভম কুমার আগরওয়ালা রয়েছে। ভক্তিনগর সেন্ট যোসেফ স্কুলের ছাত্র সে। ভবিষ্যতে আইন নিয়ে পড়তে চায় এই মেধাবী ছাত্র। ওর বাবা একজন ব্যবসায়ী আর মা গৃহবধূ। রবিবার ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এর উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হতেই বন্ধুবান্ধবদের কাছ থেকে ওই রেজাল্ট শোনে শুভম।আর রেজাল্ট শুনে সে আনন্দে কিছুটা সংজ্ঞাহীন হয়ে যায়। ওর এই দুর্দান্ত সাফল্যে খুশি ওর বাবা মা থেকে স্কুলের সবাই এবং শিলিগুড়ির শিক্ষানুরাগী বহু মানুষ। সবাই এখন শুভমকে শুভেচ্ছা জানাতে ভিড় করছেন।শুভম খানিকটা রসিকতার ঢঙে বলে আপাতত কয়েকটা দিন বিভিন্ন জনের আব্দার মেটাতে পার্টি দিতেই সময় কাটবে।

বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —