সেভকে অভুক্ত বানরদের মধ্যে খাদ্য বন্টনে লায়ন্স ক্লাব

নিজস্ব প্রতিবেদনঃ করোনা ঠেকাতে বিভিন্ন বিধি নিষেধ চলছে। রাস্তায় যানবাহন একটু কম।পর্যটকদের নিয়ে সবসময় জমজমাট থাকা দার্জিলিং পাহাড়ও আজ পর্যটক শূন্য। পর্যটক শূন্য সেভক পাহাড়ও।অথচ পাহাড় বেড়াতে যাওয়া পর্যটকদের খাওয়াদাওয়াতে পেট ভরে বহু পাহাড়ি বানরের। সেভক পাহাড়ে বহু বানর প্রতিদিন যানবাহনের দিকে পথ চেয়ে থাকে। ওরাও যেন ভাবে, গাড়ি থেকে পর্যটক বা অন্য মানুষেরা এসে যদি কিছু কলা বা অন্য খাবার তুলে দেয়। কিন্তু ওদের পেটতো খিদেয় জ্বলে।মানুষের মতো ওরাও বাঁচতে চায়।এই অবস্থায় লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল থ্রি টু টু এফের পরিষেবা বিভাগের সহ কো-অর্ডিনেটর লায়ন সুরেশ সিনহল এবং লায়ন বিষ্ণু কেডিয়া সহ অন্য লায়ন সদস্যরা সেভকে বানরদের মধ্যে খাবার বিতরনের কাজ শুরু করেছেন। লায়ন সুরেশ সিনহল জানিয়েছেন, পৃথিবীতে বাঁচার অধিকার সকলের আছে। পর্যটক না থাকায় এবং যানবাহন কম থাকায় পেটে টান ধরেছে বানরগুলোর।তাই জীব শিব এই ভাবনা থেকে তাদের ওই খাদ্য সামগ্রী বিতরণের প্রয়াস।