হোয়াটসঅ্যাপে হাই লিখলেই ভ্যাকসিন মিলছে আলিপুরদুয়ারে

নিজস্ব প্রতিবেদন ঃহোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠালে মিলবে ভ্যাকসিন।আলিপুরদুয়ার জেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে এমনই উদ্যোগ।মঙ্গলবার আলিপুরদুয়ার ইণ্ডোর স্টেডিয়ামে ভ্যাকসিন দেওয়া হয়।জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান জেলা প্রশাসনের পক্ষ থেকে হোয়াটসঅ্যাপ নম্বর চালু করা হয়েছে।সেখানে হাই লিখে পাঠালে ভ্যাকসিন নিতে চান যারা তাদের সঙ্গে যোগাযোগ করা হবে। এবং যাবতীয় তথ্য রেজিস্ট্রেশন করলেই মিলবে ভ্যাকসিন।করোনা পর্বে আলিপুরদুয়ার জেলার বিভিন্ন স্থানে নিজে রাস্তায় নেমে কাজ করছেন জেলা শাসক।একজন জেলা শাসক যেভাবে চা বাগানে গিয়ে শ্রমিকদের সঙ্গে মিশছেন, মাটির মানুষদের সঙ্গে কথা বলছেন তার প্রশংসা কিন্তু শুরু হয়েছে বিভিন্ন মহলে।এবারে সবাইকে ভ্যাকসিন দেওয়ার কাজ দ্রুত করতে জেলা শাসক যেভাবে প্রয়াস চালিয়ে যাচ্ছেন তা সত্যি উল্লেখ করার মতো।