
নিজস্ব প্রতিবেদন : গত ১৩ ডিসেম্বর বুধবার ১৩ তম শিলিগুড়ি মহকুমা বইমেলা মঞ্চে মাইকেল মধুসূদন দত্তের জীবন, কর্ম
দর্শন ইত্যাদি নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক বাংলা ভাষা ও সংস্কৃতি সমিতির শিলিগুড়ি শাখার তরফে সেই সভা হয়।শিলিগুড়ি তরাই তারাপদ আদর্শ বিদ্যালয়ের মাঠে সেই সভা ছিলো। অল্প সময়ের সেই সভায়
এক এক করে বক্তব্য রাখেন সম্পাদক সজল কুমার গুহ, সহসম্পাদক অনিল সাহা, শিক্ষিকা রুমী নাহা মজুমদার ও গবেষক কবি লেখিকা সুলেখা সরকার। মধু কবির জীবনের নানা দিক উঠে আসে আলোচনায়।
এক ব্যতিক্রমী বহু ভাষিক ব্যক্তিত্ব সম্পন্ন প্রতিভাবান মানুষটির
নানা ঘাত প্রতিঘাতে জর্জরিত জীবনের কথা যেমন উঠে আসে তেমনি দেরীতে হলেও মাতৃভাষা বাংলার প্রতি তার দায়বদ্ধতা আমরা দেখতে পাই। চতুর্দশ পদী
সৃষ্ট কবিতা বাংলার এক অমূল্য ভান্ডার হয়ে রয়েছে ।
অনুষ্ঠান শুরু হয় সমিতির সভাপতি নির্মলেন্দু দাসের হাত দিয়ে মধু কবির প্রতিকৃতিতে মালা পড়িয়ে ও দীপ জ্বেলে। এরপর বইমেলা কমিটির তরফে বক্তাদের উত্তরীয় ও ব্যাজ পড়িয়ে সন্মাননা জানানো হয়।
এবছর কথা সাহিত্যক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ১২৬ বর্ষএবং কাজী নজরুল ইসলাম ও জীবনানন্দ দাশের ১২৫ জন্মবর্ষ বলে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।আন্তর্জাতিক বাংলা ভাষা এবং সংস্কৃতি সমিতির শিলিগুড়ি শাখার সম্পাদক সজল কুমার গুহ এখবর জানিয়েছেন।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন:
