![IMG-20200817-WA0023](https://www.khabarerghanta.in/wp-content/uploads/2020/08/IMG-20200817-WA0023.jpg)
নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি ঃ সোমবার মনসা পুজো আর সেই মনসা পূজোর বাজারে এবার করোনার থাবা। প্রখর রোদের মধ্যে মনসা ঠাকুর বিক্রির জন্য জলপাইগুড়ির বিভিন্ন বাজারে ক্রেতার অপেক্ষায় মৃৎশিল্পীদের দিন পেরিয়ে গেলেও ক্রেতাদের দেখা নেই বাজারে, মাথায় হাত প্রতিমা বিক্রি করতে আসা মৃৎ শিল্পীদের।
![](https://www.khabarerghanta.in/wp-content/uploads/2019/05/green-tea.jpg)
অন্যান্য বছর জলপাইগুড়ির বিভিন্ন বাজারে মৃৎ শিল্পীরা ১০০-১৫০টি করে মনসা ঠাকুর বিক্রি করেন কিন্তু এবছর করোনার প্রকোপে বাজারে আসছে না ক্রেতারা। গোট দিন প্রখর রোদের মধ্যে প্রতিমা নিয়ে বসে থাকলেও তেমন বিক্রি হলো না প্রতিমা।গোটা দিনে বাজারে নিয়ে আসা প্রতিমার অর্ধেক বিক্রি হয়নি। শহর ও শহরতলির বিভিন্ন এলাকা থেকে প্রতিমাগুলিকে বাজারে নিয়ে আসার খরচ অনেক । প্রতিমা বিক্রি না হলে আবার এই প্রতিমাগুলিকে তাদের বাড়ি নিয়ে যেতে হবে, সেখানেও অনেক টাকা খরচ হবে, এই ক্ষতি কিভাবে কাটাবেন সেটাই ভাবছেন মৃৎশিল্পীরা।