বিশ্ব মা দিবসে রবীন্দ্র নজরুল সন্ধ্যা শিলিগুড়িতে

নিজস্ব প্রতিবেদন ঃ  ” আমার মা ই শ্রেষ্ঠ নারী, আমার মা ই বিশ্ব সেরা,
জন্ম নিয়ে তার কোলে আজ আমি আত্মহারা।”
গত ১৪ ইমে বিশ্ব মা দিবসে শিলিগুড়িতে
ঐকতান ও রেড্ডি স্মৃতি ট্রাস্ট এর উদ্যোগে রবীন্দ্র – নজরুল
সন্ধ্যার আয়োজন করা হয়। সেই অনুষ্ঠান শুরুর আগে মাতৃ দিবস উপলক্ষ্যে স্বরচিত কবিতা পাঠ করেন অনুষ্ঠানের সঞ্চালক সজল কুমার গুহ।
এর আগে প্রদীপ জ্বেলে কবিগুরু ও বিদ্রোহী কবির প্রতিকৃতিতে মাল্য দান করেন সভায় উপস্থিত বিশিষ্ট জনেরা। অতিথিদের উত্তরীয় পরিয়ে সন্মাননা জানান দুই সংগঠনের কর্ণধার শ্রীমতী অর্চনা মিত্র ও তপন রায়।
এরপর এক এক করে কবিতা ও গান পরিবেশন করেন
কনিকা দাস, নবনীতা , গণেশ বিশ্বাস, ধনঞ্জয় পাল, সজল কুমার গুহ, অর্পিতা চক্রবর্তী, গীতশ্রী সরকার, নবমিতা রায়, প্রহ্লাদ বিশ্বাস, অর্চনা মিত্র, এ্যরিয়ন সরকার, মিতালী অধিকারী, তপন রায় এবং দুই খুদে ভাইবোন অনন্যা পালেরা।
রবীন্দ্র নজরুল নিয়ে আলোচনায় অংশ নেন প্রহ্লাদ বিশ্বাস, সর্বাশীষ পাল,
অধ্যক্ষ বীরেন্দ্র মৃধা, অনিল সাহা, সুলেখা সরকার প্রমুখ।
তাদের কথায় দুই কবির জীবন, কর্ম, সৃষ্টি, দর্শন ইত্যাদির কথা উঠে আসে।
দুইজন দুই মেরুর হওয়া সত্ত্বেও তাদের মধ্যে অন্তরঙ্গতা, পারস্পরিক সম্পর্ক, শ্রদ্ধা ভালোবাসা ছিল উল্লেখ করার মতো। বাঙ্গালী হিসেবে আমরা গর্বিত এমন দুইজন কবিকে এই বাংলায় পেয়ে। সজল কুমার গুহ বলেন,এটা দুঃখের বিষয় যে এই প্রজন্ম সেই অর্থে এমন মনিষীদের সম্পর্কে প্রায় কিছুই জানে না। ছেলেমেয়েরা বাংলা ভাষার প্রতি আগ্রহী না থাকাতেও উদ্বেগ জানান সজলবাবু। যদিও এরজন্য অভিভাবকরা কিছু অংশে দায়ী বলে তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে যন্ত্র সঙ্গীতে রবীন্দ্র-নজরুল এর গানের সুর বাজিয়ে শোনান এ্যরিয়ান সরকার, সপ্তজিৎ ভৌমিক, মধুসূদন পাল প্রমুখ।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতির শিলিগুড়ি শাখার সম্পাদক সজল কুমার গুহ ও সঞ্চালিকা সোমা চট্টোপাধ্যায়।

বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —