শিলিগুড়ি শহরে আরও একটি বৈদ্যুতিক চুল্লীর উদ্বোধন হল

নিজস্ব প্রতিবেদন ঃ  এবার শিলিগুড়ি শহরে আরও একটি বৈদ্যুতিক চুল্লির উদ্বোধন হলো। দ্বিতীয় বৈদ্যুতিক চুল্লী শুরু হওয়ায় বেশ কিছুটা সময় অপচয়ের হাত থেকে রেহাই পাবেন শব যাত্রীরা।
প্রাক্তন পুরমন্ত্রী অশোক ভট্টাচার্যর উদ্যোগে শিলিগুড়িতে তৈরি হয়েছিল কিরনচন্দ্র শ্মশান ঘাটের বৈদ্যুতিক চুল্লি।দুটি চুল্লি দিয়েই সেখানে শুরু হয়েছিল শবদাহ প্রক্রিয়া। পরবর্তিতে একটি চুল্লি বিকল হয়ে পড়ে। ফলে একটি চুল্লি দিয়েই শবদাহ প্রক্রিয়া চলতে থাকে।এর জেরে চরম দুর্ভোগের মধ্যে পড়তে হয় শবযাত্রীদের।যদিও ওই দাহ কাজের চাপ কমাতে শহর লাগোয়া সাহুডাঙ্গিতে বিকল্প একটি চুল্লি তৈরি করে এস জে ডি এ।এর মধ্যেই শিলিগুড়ির শ্মশানঘাটে শবদাহের চাপ কমাতে চুল্লি তৈরি করার উদ্যোগ গ্রহন করে পুরসভা। দ্রুত গতিতে এর কাজও শেষ হয়।সোমবার সেই দ্বিতীয় চুল্লির উদ্ভোধন করেন শিলিগুড়ি পুরসভার মেয়র গৌতম দেব।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার,কমিশনার সোনম ওয়াংদি ভুটিয়া,চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী, ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঞ্জয় পাঠক সহ অন্যান্য বোর্ড সদস্যরা।মেয়র গৌতম দেব জানান,,মানুষের দাবি মেনে ১কোটি ৫৩ লক্ষ টাকা ব্যায়ে এই চুল্লি তৈরি করা হয়েছে।আরোও কিছু আনুষাঙ্গিক কিছু কাজ রয়েছে, সেসবও দ্রুত শেষ করা হবে।

বিস্তারিত দেখুন নিচের ভিডিওতে—