আবারও মানবিক কাজে গ্রীন জলপাইগুড়ি

নিজস্ব প্রতিবেদন ঃঅসহায় ও দুঃস্থ এক পরিবারের পাশে দাড়ালো স্বেচ্ছাসেবী সংস্থা গ্রীন জলপাইগুড়ি। রবিবার জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে মৃত্যু হয় জলপাইগুড়ি সদর ব্লকের পাহারপুর গ্রাম পঞ্চায়েতের অধীন পাতকাটা কলোনীর বাসিন্দা ৭৫ বছর বয়সী রবীন্দ্রনাথ সিংহের। কিন্তু এই পরিবার এতটাই গরীব যে শেষকৃত্য সম্পন্ন করার পরিস্থিতিও নেই। এই খবর পৌঁছে যায় স্বেচ্ছাসেবী সংস্থা গ্ৰীণ জলপাইগুড়ির কাছে। রবিবার ছুটির দিন হওয়ায় স্বেচ্ছাসেবী সংগঠনের শববাহী গাড়ির চালক এম্বুলেন্স পরিষেবায় ব্যস্ত ছিলেন। অবশেষে সংগঠনের সম্পাদক অংকুর দাস নিজেই অ্যাম্বুলেন্স চালিয়ে হাসপাতালে চলে আসেন। এরপর হাসপাতাল থেকে মৃতদেহ অ্যাম্বুলেন্সে তুলে বাড়িতে পৌঁছে দেন তিনি । তারপর মৃত রবীন্দ্রনাথ সিংহের পুত্রের হাতে কিছু টাকা তুলে দেন। এমনকি মাসকালাইবাড়ি শ্মশানে মৃতদেহ পৌঁছে দিয়ে সৎকারের সুব্যবস্থাও করেন। দুঃস্থ এই পরিবারের পাশে দাঁড়িয়েছেন গ্ৰাম পঞ্চায়েত প্রধান অনিতা রাউথ সহ এলাকার বাসিন্দারা। স্বেচ্ছাসেবী সংগঠন গ্রীন জলপাইগুড়ির এহেন কাজে সাধুবাদ জানিয়েছেন বাসিন্দা সুব্রত মন্ডল সহ অনেকে।