নিজস্ব প্রতিবেদন ঃ তাঁর বাবা প্রয়াত সত্যেন্দ্রনাথ চক্রবর্তী ছিলেন স্বাধীনতা সংগ্রামী।স্বাধীনতা সংগ্রামে অংশ নেওয়ায় ইংরেজরা তাঁকে ২২ বছর আন্দামান সেলুলার জেলে বন্দি করে রেখেছিলো। বেঁচে থাকার সময় সত্যেন্দ্রনাথ চক্রবর্তী ছেলেমেয়েদের শরীর চর্চার ওপর জোর দিতেন। আবার স্বাধীনতা সংগ্রমী হিসাবে পেনশনও তিনি গ্রহণ করেননি।
বাবার সেই আদর্শ ও কথাকে সামনে রেখে টানা শরীর চর্চা চালিয়ে তারই পুত্র অশোক চক্রবর্তী জাতীয় ও আন্তর্জাতিক স্তরে অনেক পুরস্কার জিতে এসেছেন।পাওয়ার লিফটিংয়ে আন্তর্জাতিক চ্যাম্পিয়ন হয়ে ভারতের সুনাম উচুতে মেলে ধরেছেন। শুধু তাই নয়,দেশের কথা চিন্তা করে বহু অনগ্রসর ছেলেমেয়েকে বিনা পয়সায় শরীর চর্চার তালিম দিয়ে চলেছেন অশোকবাবু।নিজের অনেক সমস্যা রয়েছে তাঁর। সেই সব উপেক্ষা করে তিনি অনবরত বহু পাওয়ার লিফটার তৈরি করে চলেছেন। বহু ছেলে মদের নেশা ছেড়ে তাঁর কাছে শরীর চর্চার নেশায় এখন ডুব দিচ্ছেন যা এক অসাধারণ নজির।এমনকি মদের নেশা ছেড়ে দেওয়া তরুন শরীর চর্চার নেশা চালিয়ে কোনো একসময় ভারতীয় সেনা বাহিনীতে যোগ দিয়েছেন। আই পি এসে যোগ দেওয়া কোনো এক তরুন একসময় তাঁর কাছেই শরীর চর্চা করতেন।দেশ প্রমের ভাবনায় শিলিগুড়ি হায়দরপাড়া নিবাসী তথা আন্তজার্তিক খ্যাতিসম্পন্ন পাওয়ার লিফটার অশোক চক্রবর্তীর অনেক কথা জানিয়েছেন খবরের ঘন্টাকে।