
নিজস্ব প্রতিবেদন ঃ শিলিগুড়ি রেফারিজ এন্ড আম্পয়ার্স এসোসিয়েশনের সম্পাদক নির্বাচিত হলেন রানা দে সরকার। তার সঙ্গে নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সলিল বর্ধন। কার্যকরী সভাপতি হয়েছেন চন্দন ভট্টাচার্য। সহ সভাপতি হয়েছেন তিনজন।তাঁরা হলেন সমীর ভট্টাচার্য, জয়ব্রত সরকার এবং রবি বাগ্গা। সহ সম্পাদক দেবরাজ চৌধুরী এবং প্রসেনজিৎ ঘোষ। কোষাধ্যক্ষ সুদীপ ব্যানার্জী সহ কোষাধ্যক্ষ অরিজিৎ শিকদার। আগামী দুবছরের জন্য কাজ করবে এই কমিটি। ফুটবল,ক্রিকেট, ভলিবল পরিচালনা ছাড়াও বিভিন্ন সামাজিক কাজ করার কর্মসূচিও গ্রহণ করেছে এই সংস্থা। নতুন সম্পাদক রানা দে সরকার আগেও এই সংস্থায় থেকে বিভিন্ন কর্মসূচিতে সকলকে নিয়ে দক্ষতার প্রমাণ দিয়েছেন। আগামীতে সমস্ত সদস্যদের স্বার্থে সকলকে নিয়ে আরও ভালোভাবে তিনি কাজ করতে চান বলে নবনির্বাচিত সম্পাদক রানা দে সরকার জানিয়েছেন।

বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন