১৯শে মে কেন ভাষা শহিদ দিবস, কি বলছেন এই ভাষা সংগ্রামী

নিজস্ব প্রতিবেদন ঃ  শুক্রবার ১৯শে মে ভাষা শহিদ দিবস। বাংলা ভাষার বিভিন্ন অনুরাগী শুক্রবার সর্বত্র ১৯শে মে ভাষা শহিদ দিবস পালন করবেন।কিন্তু কেন এই ভাষা শহিদ দিবস? অনেকের কাছে এই বিষয়ে কোনো ধারণা নেই। বৃহস্পতিবার ১৮ই মে এ বিষয়ে কিছু ব্যাখা মেলে ধরলেন আন্তর্জাতিক বাংলা ভাষা ও সংস্কৃতি সমিতির শিলিগুড়ি শাখার সম্পাদক সজল কুমার গুহ। তিনি জানালেন,১৯৬১ সালের ১৯ শে মে বাংলা ভাষার জন্য লড়াই চালাতে গিয়ে অসমের শিলচরে এগারো জন বাংলা ভাষী মানুষ পুলিশের গুলিতে শহিদ হন।অসমীয়া ভাষা চাপিয়ে দেওয়ার প্রতিবাদে তাঁরা শিলচর রেল স্টেশনের সামনে জমায়েত হয়ে আন্দোলন করছিলেন। তাঁরা মাতৃ ভাষা বাংলার জন্য কথা বলছিলেন।শেষে তাদের ওপর পুলিশের গুলি চলে। সেই গুলিতে শহিদ হন এগারো জন।তারমধ্যে একজন মহিলা শহিদ হলেন কমলা ভট্টাচার্য। সেই ভাষা শহিদদের স্মরন করতেই উনিশে মে ভাষা শহিদ দিবস পালন করা হয়। সজলবাবু আরও জানিয়েছেন, তিনি শিলচরে গিয়ে ঘুরে এসেছেন। ১৯শে মে এখনো শ্রদ্ধার সঙ্গে উদযাপন করা হয় শিলাচরে।এবার শারীরিক অসুস্থতার জন্য তিনি শিলচরে যেতে পারেননি।তবে শিলিগুড়ি থেকে আন্তর্জাতিক বাংলা ভাষা ও সংস্কৃতি সমিতির এক প্রতিনিধি দল শিলচরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তাঁরা শুক্রবার ১৯শে মে শিলচরে আয়োজিত শ্রদ্ধা অনুষ্ঠানে অংশ নেবেন।এরমধ্যে রয়েছেন অনিল কুমার সাহা,অর্চনা মিত্র, কনিকা দাস, রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত প্রহ্লাদ বিশ্বাস প্রমুখ। সজলবাবু বলেন,বাংলা ভাষার প্রতি শ্রদ্ধা ভক্তি যাতে নতুন প্রজন্মের ছেলেমেয়েদের মধ্যে বৃদ্ধি পায় সেজন্য তিনি সকলের কাছে আবেদন করছেন।

বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —