
নিজস্ব প্রতিবেদন ঃ তিন জন নাবালিকা পাচারকারীর খপ্পরে পড়েছিল। আর খুরশিদ আলি নামে এক টোটো চালক সেই নাবালিকাকে উদ্ধার করলো। শিলিগুড়ি রাজবংশী রিপ মিনিস্ট্রি থেকে বৃহস্পতিবার সমাজসেবী কৌস্তভ দত্ত এবং রোজলি দত্ত ওই টোটো চালককে সংবর্ধনা এবং উপহার দিয়ে উৎসাহিত করলেন।এদিন তাঁরা টোটো চালকের হাতে রিচার্জেবল ফ্যান এবং টর্চ লাইট উপহার হিসাবে তুলে দিয়েছেন। টোটো চালক খুরশিদ আলির বুদ্ধিমত্তার জোরে পাচারকারীদের হাত থেকে রক্ষা পেয়েছে তিনজন নাবালিকা।সমাজসেবী কৌস্তভ দত্ত বলেন, তাঁরা ধারাবাহিকভাবে নারী ও শিশু পাচারের বিরুদ্ধে মানুষকে সচেতন করছেন। তাঁরা চান এই টোটো চালকের মতোই সকলে নারী ও শিশু পাচারের বিরুদ্ধে আওয়াজ তুলুক।

বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —