নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়িঃবাড়িতে বসেই ব্যাঙ্কিং পরিষেবা,অতিরিক্ত খরচ ছাড়া ইলেক্ট্রিক বিলসহ ডিটিএইচ একাধিক পরিষেবা পাওয়া যাবে সরকারি ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাংক আকাউন্টে আকাউন্ট খুললে ।
বুধবার শিলিগুড়ি পোস্ট অফিসের পোস্টমাস্টার রতন সরকার জানান,বর্তমান পরিস্থিতিতে আমাদের সকলকে করোনা সঙ্গী করেই চলতে হচ্ছে।তবে সরকারি স্বাস্থ্যবিধি মেনে জমায়েত না করে বাড়িতে বসে একটি আ্যপের মাধমে অতিরিক্ত খরচ বন্ধ করে খুব সহজেই পোস্টঅফিসের রেকারিং ডিপোজিট,পিপিএফ,মোবাইল রিচার্জ,গ্যাস সাবসিডিসহ একাধিক সরকারি সুযোগ সুবিধা উপভোগ করা যাবে।ভারতে প্রায় ১লক্ষ ৫৫ হাজার পোস্টঅফিস রয়েছে এবং সবকয়টি পোস্টঅফিসেই এই আ্যপটির মাধমে ব্যাঙ্কিং সহ একগুচ্ছ সুযোগ সুবিধা উপভোগ করা যাবে বলে তিনি জানান।