নিজস্ব প্রতিবেদন, শিলিগুড়িঃ এবার পুজোতে কালিয়াগঞ্জের দাসিয়া গ্রাম থেকে শিলিগুড়ি শহরে ঢাক বাজাতে আসে মাধ্যমিক পরীক্ষার্থী শুভজিত বৈশ্য। বাড়িতে অভাব চলছে শুভজিতের। ও স্থির করে পুজোতে ঢাক বাজানোর পয়সা জোগাড় করে স্কুলের পড়াশোনার খরচ তুলবে। স্কুলের ইউনিফর্ম বানানো থেকে শুরু করে বই কেনা সবই ঢাক বাজিয়ে ও তুলবে বলে স্থির করে। খবরের ঘন্টা তাদের ফেসবুক পেজ ও গ্রুপে মহাষষ্ঠীর দিন এই খবর শেয়ার করে।বিভিন্ন মহলে তার প্রতিক্রিয়া তৈরি হয়।সমাজসেবী মদন ভট্টাচার্যের এই খবর নজর এড়ায়নি।শিলিগুড়ি দেশবন্ধুপাড়ায় নবজাগ্রত সংঘের সামনে একটি মন্দিরে ঢাক বাজানোর বায়না পায় শুভজিত। সে তার দাদাকে নিয়ে দেবী দুর্গার সামনে ঢাক বাজাতে শুরু করে। মহাসপ্তমীর সকালে মদনবাবু খবরের ঘন্টার মাধ্যমে শুভজিতের মোবাইল নম্বর পেয়ে যোগাযোগ করেন তার সঙ্গে। শুক্রবার মদনবাবু শুভজিতের সঙ্গে যোগাযোগ করে তার হাতে নগদ এক হাজার টাকা দেন।তার সঙ্গে তার পড়াশোনার ব্যয়ভার বহন করার আশ্বাস দেন। মদনবাবু জানিয়েছেন, নতুন প্রজন্ম ঢাক বাজানো ভুলে যাচ্ছে। সেদিক থেকে ব্যতিক্রম শুভজিত। তাছাড়া পড়ার খরচ যোগাড় করতে তার ঢাক বাজানোর আগ্রহ ব্যতিক্রমী।তিনি মানবিক কারনে শিক্ষা দরদী মন নিয়ে শুভজিতের পাশে আছেন। আর এই সংবেদনশীল মানবিক খবর মেলে ধরায় মদনবাবু খবরের ঘন্টাকে ধন্যবাদ জানান।
