
বাপি ঘোষ ঃ মেঘ বিস্ফোরণের জেরে ভয়াবহ পরিস্থিতি সিকিমের। সিকিম এবং কালিম্পং জেলার তিস্তা পার্শ্ববর্তী অসংখ্য মানুষ বন্যা দুর্গত। বহু মানুষের এমন পরিস্থিতি যে তাদের ঘুরে দাঁড়ানোটাই এখন জীবনে এক বিরাট চ্যালেঞ্জ। সেইসব অসহায় মানুষ কিভাবে ঘুরে দাঁড়াতে পারে তার জন্য আশ্রয় নেওয়া হচ্ছে ফুটবলকে। প্লে ফর তিস্তা নাম দিয়ে অ্যাসোসিয়েশন ফর কনজারভেশন অফ ট্যুরিজম এর বিশিষ্ট ভ্রমণ গবেষক রাজ বসু নিয়েছেন এক বিরাট মানবিক উদ্যোগ। ভারতীয় ফুটবলের আইকন তথা সিকিম নিবাসী ফুটবল তারকা বাইচুং ভুটিয়াকে নিয়ে শুরু হয়েছে প্রদর্শনী ফুটবল খেলার মাধ্যমে ত্রাণ সংগ্রহ। বুধবার ১৮ অক্টোবর তারই অঙ্গ হিসেবে শিলিগুড়িতে এক প্রদর্শনী ফুটবল খেলার আয়োজন করা হলো। শিলিগুড়ি সেবক রোডের একটি স্পোর্টস কমপ্লেক্সের পাঁচ তলার উপরে সেই প্রদর্শনী ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হয়। তাতে ভারতবর্ষের গর্ব বিশ্ব বিখ্যাত বক্সিং চ্যাম্পিয়ন মাংতে চুংনেইজাং মেরি কম ফুটবলে লাথি মারলেন। তার সঙ্গে ভারতীয় হকি দলের প্রাক্তন অধিনায়ক ধনরাজ পিল্লাইও ফুটবল খেললেন যা মানবিকতার এক নতুন ইতিহাস হয়ে থাকলো।খেলার মাধ্যমে যে এভাবে বিরাট মানবিক ধর্ম পালন করা যায় তার নজির হয়ে থাকলো এই প্রয়াস। শিলিগুড়ি সেবক রোডের একটি আধুনিক স্পোর্টস কমপ্লেক্সের ওপর তলায় সেই ফুটবল খেলাটি অনুষ্ঠিত হলে তাতে বেশ কিছু মানুষ দর্শক হিসেবে উপস্থিত হয়ে অর্থ সাহায্য করেন। বিশিষ্ট ভ্রমণ গবেষক রাজ বসু এবং ফুটবল তারকা বাইচুং ভুটিয়ার আবেদনে সাড়া দিয়ে বহু মানুষ ত্রাণ সামগ্রী তুলে দেন এদিন। আড়াই লক্ষ টাকার উপর ত্রাণ জমা পড়েছে এদিন। কোচবিহারের জামালদহ নিবাসী পঞ্চপান্ডবের ব্যতিক্রমী সমাজসেবী মৃন্ময় ঘোষ থেকে শুরু করে মুক্তধারা ফাউন্ডেশনের সমাজসেবী কাবেরী চন্দ সরকার, আনন্দধারা সঙ্গীত একাডেমির সংগীত শিল্পী অনিন্দিতা চট্টোপাধ্যায় বাইচুং ভুটিয়া এবং মেরি কম এর হাতে অর্থ সাহায্য তুলে দেন। বিশিষ্ট ভ্রমণ গবেষক রাজ বসু জানিয়েছেন, এক বছরেরও বেশি সময় ধরে তারা এই ধরনের প্রদর্শনী ম্যাচ প্লে ফর তিস্তা আয়োজন করবেন। শিলিগুড়ি দিয়ে এই প্রদর্শনী ম্যাচ শুরু হলেও ভবিষ্যতে কলকাতা সহ দেশের বিভিন্ন প্রান্তে তা অনুষ্ঠিত হবে এবং প্রদর্শনী ম্যাচের মাধ্যমে যা অর্থ সংগৃহীত হবে তার সবটাই সিকিম ও কালিম্পং এর বন্যা দুর্গত মানুষদের জন্য ঘুরে দাঁড়াতে সাহায্য করা হবে। সিকিম ও কালিম্পংএর পর্যটনে যাতে আবার ঘুরে দাঁড়াতে পারে তার জন্য ব্যাপক কর্মসূচি শুরু হয়েছে। এদিন শিলিগুড়ি সেবক রোডের পিসি মিত্তাল বাস টার্মিনাস এর কাছে সেই ফুটবল ম্যাচ দেখতে অনেক ক্রীড়া প্রেমী মানুষ উপস্থিত হন। তারা যে যার মত সাহায্য তুলে দেন বাইচুং ভুটিয়া এবং রাজ বসুদের হাতে। অনেকেই সেলিব্রিটি বক্সার তথা বিশ্ব বক্সিং এর সেরা নাম মেরি কম এর সঙ্গে ছবি তোলার জন্য হুড়োহুড়ি শুরু করেন। সব মিলিয়ে পুজোর মুখে রাজ বসুদের এই মানবিক ভূমিকায় এগিয়ে আসছেন আরো বহু মানুষ। প্রসঙ্গত উল্লেখ করতে হয় মনিপুর নিবাসী মেরি কম পাঁচবার বিশ্ব বক্সিংয়পে চ্যাম্পিয়ন হয়েছেন। তিনি ছয়টি বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদক জয়ী এক মাত্র মহিলা বক্সার। তাছাড়া তিনি ভারত সরকারের থেকে পদ্মভূষণ, পদ্মবিভূষণ, পদ্মশ্রী প্রভৃতি পুরস্কার পেয়েছেন। বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোটা অত্যন্ত জরুরী বলে এদিন তিনি জানিয়েছেন।এদিন সেখানে সমাজসেবী কাবেরী চন্দ সরকার এবং অনিন্দিতা চট্টোপাধ্যায় বলেন, তারা সিকিমের বন্যা দুর্গত মানুষদের পাশে দাঁড়াতে পেরে খুশি। তারা চান সিকিম ও কালিম্পং জেলার বন্যা দুর্গতরা আবার জীবনের মূল স্রোতে ফিরে আসুক। অবসরপ্রাপ্ত রেলওয়ে আধিকারিক আনন্দ ব্যানার্জিও ময়নাগুড়ি থেকে এসে এদিন ওই প্রদর্শনী ম্যাচে উপস্থিত হন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেন।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —
