গোশালার গোডাউনে শুরু হয়েছিল শিলিগুড়ির তরাই তারাপদ আদর্শ বিদ্যালয়

নিজস্ব প্রতিবেদন ঃ প্রথমে শিলিগুড়ি বাবুপাড়া গোশালার পাটের গোডাউনে দেড়শ দুশো ছাত্র নিয়ে শুরু হয়েছিল স্কুল।সেটা ছিলো ১৯৪৯ সালের ২৬শে জানুয়ারি। পরবর্তীতে স্কুল পরিচালন কমিটির সম্পাদকের কাঠের গোডাউন স্কুল স্থানান্তরিত হয়।কিন্তু গোডাউনের মধ্যে আর কতদিন স্কুল চলে,স্কুলের জন্য দরকার জমি, স্কুলের জন্য দরকার বিল্ডিং। সেই ভাবনা চলতে চলতেই রামানন্দ কেরি সহ দুজনের কাছ থেকে দশ হাজার টাকায় ১৬ বিঘা জমি কিনে নেওয়া হয়।কিন্তু বিল্ডিং কিভাবে হবে? সেই সময় শিলিগুড়ি তরাইয়ের খ্যাতনামা চা বাগান শিমুলবাড়ি চা বাগানের মালিক তারাপদ ব্যানার্জী স্কুল ভবন নির্মাণের জন্য চল্লিশ হাজার টাকা দান করেন সঙ্গে কিছু সিমেন্টও দান করলেন।সেই সময় ১৬টি ক্লাস রুম তৈরি হলো। শিলিগুড়ির শিক্ষা প্রসারে নিজেদের নাম শক্তপোক্তভাবে জড়িয়ে ফেলত লাগলো তরাই তারাপদ আদর্শ বিদ্যালয়। আজ শিলিগুড়ি দেশবন্ধু পাড়ার সেই স্কুলে ছাত্রছাত্রী সংখ্যা ২৭৬৯ জন। দীর্ঘ ৭৫ বছরের জার্নিতে এই স্কুল বহু কৃতী সন্তান উপহার দিয়েছে। এরমধ্যে বর্তমানে ইংল্যান্ডে রয়েছেন স্বরুপ চক্রবর্তী, তিনি একজন সফল ব্যবসায়ী। অস্ট্রেলিয়ায় রয়েছেন অমিতাভ ঘোষ।৭৫ বছর পূর্তিতে তরাই তারাপদ আদর্শ বিদ্যালয় স্মরন করছে এরকম অনেক কৃতী প্রাক্তনীদের। স্কুলের প্রধান শিক্ষক অশোক কুমার নাথ জানিয়েছেন, আগামী ২৬ জানুয়ারি মশাল দৌড়ের মাধ্যমে স্কুলের ৭৫ বছর পূর্তির অনুষ্ঠান শুরু হচ্ছে। প্রথম পর্যায়ে চারদিন ধরে অনুষ্ঠান হলেও গোটা বছর ধরেই বিভিন্ন অনুষ্ঠান হবে। প্রধান শিক্ষকের সঙ্গে রসায়নের শিক্ষক ডঃ অরিজিৎ ভট্টাচার্য, বাংলার শিক্ষক শিখিল সরকার, পরিচালন কমিটির সদস্য নারায়ন চন্দ্র দাস প্রমুখ ৭৫ বছর পূর্তি নিয়ে অনেক কথাই জানিয়েছেন। প্রধান শিক্ষক জানিয়েছেন, তাঁরা শীঘ্রই স্কুলে টাই ও শু চালু করবেন।মোবাইল ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ।
এই স্কুলে এখনো দেওয়াল পত্রিকা প্রকাশিত হয়।মিড ডে মিলের সামনে পরিস্কার পরিচ্ছন্নতার অনেক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জল ধরো জল ভরোর প্রচার কর্মসূচিও চলে স্কুলে। প্ল্যাটিনাম জয়ন্তী উৎসব ঘিরে ছাত্রদের মধ্যেও বেশ উদ্দীপনা তৈরি হয়েছে