
নিজস্ব প্রতিবেদনঃ ব্লাড ব্যাঙ্কে রক্তের সঙ্কট মেটাতে আগামী ২৩শে এপ্রিল শিলিগুড়ি চম্পাসারিতে বিরাট রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। চম্পাসারির জাতীয় শক্তি সংঘ এবং উত্তরের অভিযানের পক্ষ থেকে ওই বিরাট রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। শিলিগুড়ি পুর সভার ৪৬ নম্বর ওয়ার্ডের অধীন চম্পাসারির শ্রীগুরু বিদ্যামন্দির ময়দানে ওই অনুষ্ঠান হবে বলে জানা গেছে।চারদিকে এখন প্রচন্ড গরম চলছে। এরমধ্যেই শিলিগুড়ির ব্লাড ব্যাংকগুলিতে রক্ত সংকট তৈরি হয়েছে । সেদিকে তাকিয়েই ৪৬ নম্বর ওয়ার্ডের পুর কাউন্সিলর তথা পুরসভার মেয়র পরিষদ সদস্য দিলীপ বর্মনের সহযোগিতায় বিরাট ওই রক্তদান শিবির। জাতীয় শক্তি সংঘ ও পাঠাগার এবং উত্তরের অভিযানের তরফে ওই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে।। এই রক্তদান শিবির থেকে প্রায় ৬০০ ইউনিট রক্ত সংগ্রহ করা তাদের উদ্দেশ্য বলে জানিয়েছেন ওয়ার্ড কাউন্সিলর দিলীপ বর্মন। ওই অনুষ্ঠানেই উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালকে চারটি বেডও দান করা হবে বলে জানা গিয়েছে। একইসঙ্গে ওয়ার্ডে যোগাসন প্রতিযোগিতারও আয়োজন করা হবে বলে কাউন্সিলর দিলীপবাবু জানিয়েছেন। বিভিন্ন জেলা থেকে প্রতিযোগীরা ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। বিজয়ীদের পুরস্কৃতও করা হবে।

বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন—-