ওয়ার্ল্ড হেরিটেজ ডে-তে দু’দিনের অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদন ঃ ওয়ার্ল্ড হেরিটেজ ডে উপলক্ষ্যে মধ্যপ্রদেশের ভোপালে গত ১৭ এবং ১৮ই এপ্রিল দুদিনের অনুষ্ঠানের আয়োজন করে ইউনেস্কো । সেই অনুষ্ঠানে উত্তরবঙ্গ থেকে অংশগ্রহণ করেন পরিবেশবিদ ও ভ্রমণ গবেষক রাজ বসু। এই অনুষ্ঠান সম্পর্কে রাজ বসু বলেন, ইউনেস্কো ৫০ বছর পূর্ণ করেছে।বিশ্ব ঐতিহ্য দিবসের এই বিশেষ কর্মশালায় বলা হয়েছিল কীভাবে আমরা আমাদের পরিবেশ রক্ষা করে আগামী ৫০ বছরে হাঁটতে পারি। বিশেষ করে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার জীবন্ত ঐতিহ্যকে কীভাবে সংরক্ষণ করা যায়, কীভাবে আমাদের পৃথিবী ও আমাদের জল নিরাপদ থাকে, এই সব বিষয় নিয়েই আলোচনা করা হয়েছে অনুষ্ঠানে।
বহু কিছু আমাদের সমাজ থেকে হারিয়ে যাচ্ছে, ক্রমাগত বিল্ডিং তৈরি হতে থাকায় বহু মূল্যবান গুরুত্বপূর্ণ জিনিস হারিয়ে যাচ্ছে যেগুলো ভবিষ্যতে গবেষণার বিষয় হতে পারে। এর সঙ্গে অরন্য নষ্ট হতে থাকায় গরম বাড়ছে এবং সামনে আমাদের শরীরে বহু রোগের জন্ম হবে বলেই বিশেষজ্ঞর জানাচ্ছেন।

বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —