শিলিগুড়িতে বনেদি বাড়ির পুজোয় প্রসাদ গ্রহনে অভিনেতা সব্যসাচি

নিজস্ব প্রতিবেদন, শিলিগুড়িঃ শিলিগুড়ি দেশবন্ধুপাড়ার অবনঠাকুর সরনিতে বনেদি বাড়ির পুজোয় এসে প্রসাদ গ্রহন করে গেলেন অভিনেতা সব্যসাচি চক্রবর্তী। তার সঙ্গে সব্যসাচি চক্রবর্তীর স্ত্রী মিঠু চক্রবর্তী সে বাড়িতে ধুনুচি নাচেও অংশ নিলেন।শুক্রবার সেই চক্রবর্তী বাড়ির বনেদিয়ানার পুজোর নিরঞ্জন শোভাযাত্রাতেও নাচ করেন অভিনেত্রী মিঠুদেবী। এর বাইরে অভিনেতা তথা নাট্য ব্যক্তিত্ব চন্দন সেন সস্ত্রীক সে বাড়ির পুজোর শুরু থেকে শেষ পর্যন্ত থেকে এক অন্য মাত্রা যোগ করলেন।
শিলিগুড়ি দেশবন্ধুপাড়ার অবনঠাকুর সরনিতে চক্রবর্তী বাড়ির পুজোয় মূল আয়োজক পরিবেশবিদ দীপজ্যোতি চক্রবর্তী এবং তার স্ত্রী শ্রাবনি চক্রবর্তী। একশ বছরেরও বেশি দিন আগে বাংলাদেশে এ পুজো হোত। চক্রবর্তী বাড়ির পূর্ব পুরুষ জমিদারেরা এ পুজো করতেন। পরবর্তীতে শিলিগুড়িতে দীপজ্যোতিবাবুরা এপুজো শুরু করেন। পুজোতে সময় পেলেই প্রায় প্রতিবছর চলে আসেন অভিনেতা সব্যসাচি চক্রবর্তী। এবারও তিনি মহানবমীতে আসেন সস্ত্রীক । তার আগেই অবশ্য অভিনতা চন্দন সেন চলে আসেন। অভিনেত্রী মিঠু চক্রবর্তীর ধুনুচি নাচ এবং সব্যসাচি চক্রবর্তীর সকলের সঙ্গে একসঙ্গে বসে প্রসাদ গ্রহন এ পুজোকে আরও চর্চায় নিয়ে গিয়েছে। এবারে বনেদি বাড়ির পুজোয় এপুজো সেরা পুজো হিসাবে চিহ্নিত হয়েছে। পরিবেশবিদ দীপজ্যোতি চক্রবর্তী জানিয়েছেন, তাদের পুজোয় বহু মানুষের মধ্যে প্রসাদ বিলি হয় ।