পুজো বোনাসের টাকা বাঁচিয়ে অসহায় বিশেষ চাহিদাসম্পন্নদের পাশে তরুন সেনা কর্মী

নিজস্ব প্রতিবেদন, শিলিগুড়ি ঃঃ পুজো বোনাসের টাকা বাঁচিয়ে অসহায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পাশে দাঁড়ালেন শিলিগুড়ির তরুন সেনা কর্মী শক্তি পাল।শিলিগুড়ি দেশবন্ধুপাড়ার বাসিন্দা শক্তি ইতিমধ্যে সমাজকর্মী হিসাবেও বিভিন্ন মহলে পরিচিত নাম হয়ে উঠেছেন।
রবিবারই জলপাইগুড়ি মোহিতনগর থেকে খানিকটা ভিতরের গ্রাম মেচ বাড়িতে যান শক্তি। সেখানেই হাওড়া হ্যান্ডিক্যাপড স্কুলের কিছু বিশেষ চাহিদাসম্পন্ন শিশু থাকে। এই স্কুলের অসহায় শিশুরা এবার পুজোয় নতুন জামাকাপড় পায়নি। গ্রামের ভিতরে থাকে বলে তারা অনেকের নজর এড়িয়ে গিয়েছে। ফলে তারা পুরনো জামাকাপড় পড়েই পুজো দেখেছে। এদের মধ্যে শারীরিক সমস্যার শিশুরা যেমন আছে তেমনই সেরিব্রাল পালসি শিশুরাও আছে। শক্তি পাল এদের অসহায় অবস্থার খবর পেয়েই স্থির করেন, পুজো বোনাসের টাকাটা এদের পিছনে খরচ করবেন। সেই অনুযায়ী শক্তি তার মা, জাতীয় স্তরে দৌড় প্রতিযোগিতায় সোনা জয়ী দীপ্তি পালকে সঙ্গে নিয়ে জলপাইগুড়ির ওই গ্রামে পৌঁছে যান রবিবার।শক্তি ওই শিশুদের হাতে চাল,ডাল, মিস্টি, কেক, বিস্কুট, নতুন জামাপ্যান্ট তুলে দিয়ে আসেন।আবারও সুযোগ পেলেই তিনি এই শিশুদের পাশে মানবিক মুখ নিয়ে দাঁড়াবেন বলে উল্লেখ করেন। শক্তি এখন অসম রাইফেলসে মনিপুরে কর্মরত। পুজোর ছুটিতে নিজের বাড়ি শিলিগুড়ি এসেছেন।