রেল স্টেশনগুলিকে যাত্রী বান্ধব করার জন্য প্রচুর লিফট, এস্কেলেটর বসছে

নিজস্ব প্রতিবেদন : ভারতীয় রেলওয়ে ভারত সরকারের সুগম্য ভারত মিশন বা সুগম্য ভারত অভিযানের অংশ হিসাবে দিব্যাঙ্গজনদের জন্য রেলওয়ে স্টেশন এবং ট্রেনগুলিকে সুগম্য করতে প্রতিশ্রুতিবদ্ধ। বয়স্ক, অসুস্থ এবং দিব্যাঙ্গজনদের সহজ যাতায়াতের সুবিধার্থে এবং প্রধান রেল স্টেশনের প্ল্যাটফর্মে সহজে প্রবেশ এবং চলাচলের সুবিধার ক্ষেত্রে সুগম্য ভারত অভিযানের অংশ হিসেবে লিফট বা এস্কেলেটার প্রদান করা হচ্ছে। ডিসেম্বর ২০২৩ পর্যন্ত ভারতীয় রেলওয়ের মোট ৫৯৭টি রেল স্টেশন এস্কেলেটর বা লিফটের মাধ্যমে সজ্জিত করে তোলা হয়েছে। গত বছরের ডিসেম্বর পর্যন্ত ভারতীয় রেলওয়েতে ৩৭২ টি স্টেশনে ১২৮৭ টি এসকেলেটর এবং ৪৯৭টি স্টেশনে ১২৯২ টি লিফট প্রদান করা হয়েছে। যাত্রী সুবিধার উন্নতি এবং রেলওয়ে স্টেশনগুলিকে আরও যাত্রী বান্ধব করার প্রতিশ্রুতিতে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে লিফট,এসকেলেটর এবং বৃহৎ ফুটফলের স্টেশনগুলিতে ফুট ওভারব্রিজ এর নির্মাণ করেছে।২০১৪ থেকে ডিসেম্বর২০২৩ পর্যন্ত আসামে মোট ৭৭ টি, পশ্চিমবঙ্গে চল্লিশটি, বিহারে ১৪ টি, ত্রিপুরায় পাঁচটি এবং মিজোরামে একটি ফুট ওভার ব্রিজ নির্মাণ কার্য সম্পন্ন করা হয়েছে বলে এনএফ রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানিয়েছেন। তিনি আরো জানিয়েছেন, ক্রমবর্ধমান যাত্রীসংখ্যা বাড়তে থাকায় প্রধান স্টেশন গুলিতে আরো লিফট,এস্কেলেটর এবং ফুট ওভার ব্রিজ নির্মাণের ওপর গুরুত্ব সহকারে কার্য সম্পাদনের পথে এগিয়ে চলেছে। এতে যাত্রীরা আরো আনন্দে ট্রেন ভ্রমণ করতে পারবে
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন: