খবরের ঘন্টার মানবিক আবেদনের জের, শুভ্রনীলের পাশে বহু মানুষ

নিজস্ব প্রতিবেদন,শিলিগুড়িঃ শিলিগুড়ি রবীন্দ্রনগরে থাকেন সুকুমার মন্ডল। সামান্য বেসরকারি প্যাথলজিক্যাল ল্যাবে চাকরি করেন সুকুমারবাবু। তার আর্থিক অবস্থা ভালো নয়। কিন্তু এই মুহুর্তে তিনি চিন্তিত তার সাত বছরের শিশু পুত্র শুভ্রনীলকে নিয়ে। দ্বিতীয় শ্রেণীতে পড়ে শুভ্রনীল। গত ২৮ ফেব্রুয়ারি স্কুলেই এক দুর্ঘটনায় শুভ্রনীলের বাম চোখের কর্নিয়া ক্ষতিগ্রস্ত হয়। ১০ মে হায়দরাবাদে চোখের অপারেশন হবে। এরজন্য দরকার ৭০ হাজার টাকা। এতটাকা দিয়ে ছেলের চিকিৎসা করাবেন কিভাবে,একথা ভেবেই চিন্তিত হয়ে পড়েছেন সুকুমারবাবু। খবরের ঘন্টার সম্পাদক বিষয়টি জানতে পেরেই সামাজিক দায়বদ্ধতার কথা চিন্তা করে খবরের ঘন্টার ফেসবুক পেজ ও গ্রুপে মানবিক আবেদনটি পোস্ট করেন।আর সেই পোস্টের পর মানবিক মন নিয়ে বহু মানুষ শুভ্রনীলের পাশে এসে দাড়িয়েছেন। রবিবার শিলিগুড়ি ৩৭ নম্বর ওয়ার্ডের চয়নপাড়া নতুনবাজার থেকে বিবেকজ্যোতি স্বেচ্ছাসেবী সংস্থার তরফে টোটোন সাহা তিন হাজার টাকা তুলে দিয়েছেন শুভ্রনীলের হাতে। তারা দরকার পড়লে আরও সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়েছেন। শিলিগুড়ি মহানন্দাপাড়ার গৃহবধূ কবিতা বনিক ও তাদের সুধাংশুবালা সারস্বত মহিলা সংঘের তরফে চার হাজার টাকা এদিন তুলে দেওয়া হয়েছে শুভ্রনীলের বাবা সুকুমার মন্ডলের হাতে। কবিতাদেবী জানিয়েছেন, খবরের ঘন্টার মাধ্যমে বিষয়টি জানতে পেরে তারা মানবিক ধর্ম পালনের কথা চিন্তা করে এগিয়ে এসেছেন। আগামী শনিবার তারা আরও কিছু সহযোগিতা করবেন। খবরের ঘন্টা দেখে শুভ্রনীলের পাশে দাঁড়াচ্ছেন বীণাপাণি শিল্পী, কাঞ্চন পালিত, মাটিগাড়ার সাগরিকা কর্মকার, চন্দন নগরের চিত্রা ব্যানার্জী সহ আরও অনেকে। খবরের ঘন্টার সম্পাদকও এদিন ব্যক্তিগতভাবে শুভ্রনীলের বাড়ি গিয়ে কিছু টাকা অর্থ সাহায্য করেছেন। সমাজসেবী সোমনাথ চট্টোপাধ্যায়ও শুভ্রনীলের পাশে দাঁড়িয়ে বিভিন্নরকম সহযোগিতা করছেন।