নিজস্ব প্রতিবেদন ঃ ২৩শে জানুয়ারি নেতাজী সুভাষ চন্দ্র বসুর জন্মদিন উপলক্ষ্যে শিলিগুড়ি হকার্স কর্ণার ব্যবসায়ী সমিতি সপ্তাহব্যাপি নানান সমাজসেবামুলক কার্যকলাপ গ্রহণ করেছে।তারই অঙ্গ হিসাবে ব্যবসায়ী সমিতির কার্যালয়ে শনিবার এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।তেরাই ব্লাড ব্যাংকের সহযোগিতায় ও হকার্স কর্ণার ব্যবসায়ী সমিতির উদ্দ্যোগে এই রক্তদান শিবিরে অনেক ব্যবসায়ী ও পথ চলতি মানুষ রক্তদান করেন।সংগৃহিত রক্ত তেরাই ব্লাড ব্যাংকে দেওয়া হয়।এদিনের এই রক্তদান শিবির ঘিরে সেখানকার সব ব্যবসায়ীরল মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়।ওই রক্তদান শিবিরে শিলিগুড়ি বৃহত্তর খুচরা ব্যবসায়ী সমিতির পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি পরিমল মিত্র, সম্পাদক বিপ্লব কুমার মহুরী ও হকার্স কর্ণার ব্যবসায়ী সমিতির পক্ষে সভাপতি কানাইলাল পোদ্দার, সম্পাদক প্রদীপ রায়, সহ-সভাপতি উৎপল দেব, অফিস সম্পাদক বিদ্যাপতি দে সহ অন্যান্য ব্যবসায়ীরা।